ফেনী প্রতিনিধি :
ফেনীর সোনাগাজী উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে তিন দিন ব্যাপী (৭-৯ আগষ্ট) ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জেড এম কামরুল আনাম।
”অপ্রতিরোধ্য দেশের অগ্রযাত্রা, ফলের পুষ্টি দেবে নতুন মাত্রা” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সোনাগাজী মো: ছাবের পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মঙ্গলবার সকালে এক আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠিত হয়।
সোনাগাজী উপজেলা নির্বাহী অফিসার মো: মিনহাজুর রহমানের সভাপতিত্বে উপজেলা উপ সহকারি কৃষি কর্মকর্তা নিপা রানী ভৌমিকের সঞ্চালনায় ফলদ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) শাহরীন ফেরদৌসী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জোবেদা নাহার মিলি, পরিবার-পরিকল্পনা কর্মকর্তা সাহেদা হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার আল মোমিন, হাস প্রজনন খামারের ব্যবস্থাপক জাহিদ বিন রশিদ আল নাহিয়ান, এনায়েত উল্যাহ মহিলা কলেজের অধ্যক্ষ নিতাই চরন ভৌমিক।
আরও উপস্থিত ছিলেন, সোনাগাজী মো: ছাবের সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদিন, উপজেলা কৃষি অফিসার সাজ্জাদ হোসেন মজুমদার, প্রেসক্লাব সভাপতি সৈয়দ মনির অাহমদ, কৃষি সম্প্রসারন কর্মকর্তা কাজী শফিউল ইসলাম, সহকারী কৃষি সম্প্রসারন কর্মকর্তা ইস্কান্দার হানিফ প্রমুখ।