গুজব প্রতিরোধে সতর্ক হতে হবে গনমাধ্যমকে- ভোরের কাগজ’র সম্মেলনে তথ্য প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ দেশকে অস্থিতিশীল করতে একটি গ্রুপ সবসময় গুজব ছড়াচ্ছে। গুজব প্রতিরোধে সতর্ক হতে হবে গনমাধ্যমকে। ১৫সেপ্টেম্বর বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমিতে  দৈনিক- ভোরের কাগজের প্রতিনিধি সম্মেলনে একথা বলেন তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম এমপি। তিনি অারও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র স্বপ্নের সোনার বাঙলা বিনির্মাণে গণমাধ্যমের ভুমিকা অপরিসীম। 

সম্পাদক শ্যামল দত্তের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, জাতীয় সংসদের বিরোধি দলীয় হুইপ নুরুল ইসলাম ওমর এমপি, সংসদ সদস্য মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, বগুড়া জেলা পরিষদের চেয়ারম্যান মকবুল হোসেন, ড.হোসনেয়ারা বেগম,ড. আবদুল মতিন প্রমুখ।

সম্মেলনে সকল জেলা ও উপজেলা  প্রতিনিধিসহ দৈনিক ভোরের কাগজে কর্মরত ৫শতাধিক গনমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *