পথসভা সফল করার লক্ষে সোনাগাজী উপজেলা আওয়ামীলীগের প্রস্তুতি সভা | বাংলারদর্পন

গাজী মোঃ হানিফ:- আগামী ২২শে সেপ্টেম্বর ফেনী জেলা আওয়ামীলীগের সমাবেশ সফল করার লক্ষ্যে সোনাগাজী উপজেলা আওয়ামীলীগের বিশেষ প্রস্তুতি সভা ১৬ই সেপ্টেম্বর রবিবার বিকেল ৩টায়, সোনাগাজী পৌর শহরের জিরোপয়েন্টস্থ উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র এডভোকেট রফিকুল ইসলাম খোকনের সভাপতিত্বে এবং আমিরাবাদ ইউনিয়ন চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল আলম জহিরের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ সভাপতি জহির উদ্দিন মাহমুদ লিপটন, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি আজিজুল হক হিরণ, মহিলা আওয়ামীলীগ সভাপতি ও ভাইস চেয়ারম্যান জোবেদা নাহার মিলি, চর মজলিশপুর ইউপি চেয়ারম্যান এম এ হোসেন, নবাবপুর ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন, পৌর আওয়ামীলীগের সভাপতি ইমাম উদ্দিন সেলিম পাটওয়ারী, উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমাণ্ডার ইছমাইল হোসেন, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক সৈয়দ দীন মোহাম্মদ, চরদরবেশ ইউনিয়ন চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভুট্টু, চরছান্দিয়া ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন মিলন, মতিগঞ্জ ইউপি চেয়ারম্যান রবিউজ্জামান বাবু, সোনাগাজী পৌরসভার সাবেক প্যানেল চেয়ারম্যান নুরনবী লিটন প্রমুখ।

 

উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামীলীগ, শ্রমিক লীগ, সেচ্ছাসেবক লীগ সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি সম্পাদক সহ বিভিন্ন ইউপি সদস্য ও চেয়ারম্যান বৃন্দ উপস্থিত ছিলেন।

 

বক্তারা বলেন- আগামী জাতীয় নির্বাচনে প্রার্থী যেই হোক জননেতা নিজাম হাজারীর নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে নৌকার পক্ষে কাজ করে ফেনী জেলার তিনটি আসনে বিজয়ী করে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *