প্রকৃত সাংবাদিকদের তালিকা করা হবে: হাসানুল হক ইনু

ঢাকা:
নবগঠিত সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে প্রকৃত সাংবাদিকদের নাম তালিকাভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বুধবার জাতীয় সংসদে টেবিলে উত্থাপিত সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমানের এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
প্রশ্নোত্তর টেবিলে উত্থাপনের আগে বিকেল সাড়ে চারটায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।
‘অনলাইন গণমাধ্যমের ‘পূর্ণাঙ্গ’ পরিসংখ্যান তথ্য মন্ত্রণালয়ে নেই’ বলে ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম হাজারীর এক প্রশ্নের জবাবে জানান মন্ত্রী।
তিনি বলেন, বর্তমানে অনলাইনভিত্তিক পত্রিকা, টিভি চ্যানেল এবং অনলাইন রেডিওর পূর্ণাঙ্গ পরিসংখ্যান তথ্য মন্ত্রণালয়ে নেই। অনলাইনভিত্তিক গণমাধ্যমের নিবন্ধনের আওতায় আনার জন্য এক বিজ্ঞপ্তির মাধ্যমে আবেদন আহ্বান করা হয়। তবে এ পর্যন্ত ১৯২৫টি অনলাইন পত্রিকা, টিভি চ্যানেল ও অনলাইন রেডিওর আবেদন পাওয়া গেছে।’
এ সময় তথ্য অধিদপ্তরের মাধ্যমে আবেদনকৃত ১৭৩১টি অনলাইন পত্রিকা নিবন্ধনের বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানান তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু।
Related News

উন্নয়নশীল দেশে উত্তরণ বাংলাদেশের জন্য এক ঐতিহাসিক ঘটনা
নিজস্ব প্রতিবেদকঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর দ্বারপ্রান্তে বাংলাদেশের এইRead More

উন্নয়নশীল দেশের কাতারে বাংলাদেশ | বাংলারদর্পণ
নিজস্ব প্রতিবেদকঃ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে এখন উন্নয়নশীল দেশের কাতারে বাংলাদেশ। জাতিসংঘের কমিটি ফরRead More