মশিউর রহমান, ডেনমার্ক সংবাদদাতাঃ
ডেনমার্ক আওয়ামী লীগের আয়োজনে ঈদ-পূনর্মিলনি অনুষ্ঠান শুক্রবার ৭সেপ্টেম্বর বিকেলে কোপেনহেগেনের স্হানীয় একটি রেঁস্তোরায় অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে ডেনমার্ক আওয়ামী লীগ সহ ডেনমার্ক আওয়ামী যুবলীগ,ডেনমার্ক আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে মুক্ত আলোচনা অনুৃষ্ঠিত হয়।
আলোচনায় বাংলাদেশের উন্নয়ন ও জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের প্রশংসা করে নেতৃবৃন্দরা বলেন, বাঙালী জাতি হিসাবে আমরা অনেক ভাগ্যবান কারন ,বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতা এনে দিয়েছে আর জননেত্রী শেখ হাসিনা দিয়েছে বাঙালী জাতিকে অর্থনৈতিক মুক্তি ।তাই বাঙালী জাতি বঙ্গবন্ধুর পরিবারের কাছে চিরকৃতজ্ঞ ।
মুক্ত অলোচনায় আওয়ামী লীগ সরকারের উন্নয়নের বিষয়গুলি দেশ-বিদেশে সবার কাছে তুলে ধরে আগামী নির্বাচনে নৌকা প্রতীকে ভোটের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য অাহবান জানানো হয়।
ঈদ পূর্নমিলনী অনুষ্ঠানে উপস্হিত হওয়ার জন্য এবং দেরিতে হলেও ঈদের আনন্দ -আমেজ বিদেশের মাটিতে সবাই মিলে পালন করার জন্য সংগঠনের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানানো হয়।
ঈদ পূর্নমিলনী অনুষ্ঠানে উপস্হিত ছিলেন ডেনমার্ক আওয়ামী লীগের উপদেষ্টা বাবু সুভাষ ঘোষ ও হাসনাত রুবেল, ডেনমার্ক আওয়ামী লীগের সভাপতি মোস্তফা মজুমদার বাচ্চু ,সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, সহ-সভাপতি খোকন মজুমদার, জাহিদ বাবু, নাসির উদ্দিন সরকার, মহাম্মাদ ইসমাইল। যুগ্ম সাধারণ সম্পাদক নাইম বাবু,বোরহান উদ্দিন, বেলাল রুমি।
এবং কার্যকরি কমিটির সদস্য মোহাম্মাদ রাসেল, শামীম আহমেদ, শিপন মোহাম্মাদ, রাজু আহমেদ, আব্দুর রাজ্জাক, পলাশ, সুমন, ফরহাদ হোসেন, জনাব জহির, মোহাম্মাদ আজাদ,রুবেল হোসেন, হাসানুর রাহমান, সাফকাত অন্তর, মিলনসহ আরও অনেকে। সর্বশেষ প্রিতি ভোজের অায়োজন করা হয়। বিভিন্ন প্রকার রকমারী খাবার পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্ত হয়।