গাজী মোঃ হানিফ:-
৫ সেপ্টেম্বর, বৃহস্পতিবার দুপুর ১২টায় সোনাগাজী উপজেলাস্থ সাতবাড়ীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এলজিএসপির অর্থায়নে ২শতাধিক ছাত্রছাত্রীর মাঝে শিক্ষা উপকরণ (খাতা কলম ও স্কুল ব্যাগ) বিতরণ করা হয়েছে ।
মতিগঞ্জ ইউপি চেয়ারম্যান রবিউজ্জামান বাবুর সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসেন আহমদ এর সঞ্চালনায়, প্রধান অতিথির বক্তব্য রাখেন- সোনাগাজী উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোহেল পারভেজ,।
বিশেষ অতিথি ছিলেন- এলজিএসপি প্রকল্প কর্মকর্তা পিন্টু চন্দ্র দাস।
মতিগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মহব্বত উল্যাহ মেম্বার, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আবদুল কাদের, স্থানীয় ওয়ার্ড মেম্বার অজয় কুমার শীল ভুট্টো, স্কুল পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ সেলিম, মতিগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক ইকরামুল হক সোহেল, আরিফুল হক সোহাগ প্রমুখ।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক ছাত্রছাত্রী ও অভিভাবক সহ বিপুল সংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ সেলিম বিদ্যালয়ের বাউণ্ডারী ওয়াল নির্মাণ, মাঠ ভরাট, রাস্তার সংস্কার সহ বিভিন্ন দাবী প্রধান অতিথি ও স্থানীয় চেয়ারম্যানের নিকট পেশ করেন।