নিজস্ব প্রতিবেদকঃ
ফেনীতে পৃথক বন্দুকযুদ্ধে দুজন মাদক বিক্রেতা নিহত হয়েছে। মঙ্গলবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লেমুয়া ও শহরতলীর সুলতানপুর এলাকায় এ ঘটনা ঘটে। র্যাব ঘটনাস্থল থেকে ১ লাখ ৮৪ হাজার পিস ইয়াবা, ২টি ওয়ান সুটার গান, ১টি বিদেশী পিস্তল, ১টি রিভালবার ও ১১ রাউন্ড গুলি উদ্ধার করেছে ।
জানা যায়, মঙ্গলবার রাতে শহরতলীর সুলতানপুর এলাকায় অভিযান চালায় র্যাব। মাদক বিক্রেতারা র্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে র্যাব আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে সুমন ওরফে লাল সুমন (৩২) নামে এক মাদক বিক্রেতা গুলিবিদ্ধ । পরে ঘটনাস্থল থেকে ১ বিদেশী পিস্তল, ১ রিভেলবার, ১ ওয়ান শুটারগান ও গুলিসহ চার হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। সুমনের বিরুদ্ধে ফেনীসহ কয়েকটি থানায় অস্ত্র, মাদক ও ধর্ষনের ১০ মামলা রয়েছে। সে ওই এলাকার মাদু মিয়ার ছেলে।
অপরদিকে, ভোর রাতে র্যাবের একটি দল ঢাকা চট্টগ্রাম মহাসড়কের লেমুয়া এলাকায় চেক পোষ্ট বসায়। কক্সবাজার থেকে ঢাকা গামী পথে একটি কাভার্ডভ্যানে তল্লাশি করতে চাইলে মাদক বিক্রেতারা র্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। একপর্যায়ে র্যাব পাল্টা গুলি করলে কবির হোসেন (৩২)নামে এক মাদক বিক্রেতা গুলিবিদ্ধ হয়। এসময় ঘটনাস্থল থেকে ১টি ওয়ান শুটার গান ও ৭ রাউন্ড গুলিসহ ১ লাখ ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। নিহত কবির হোসেন চাঁদপুর জেলার শাহরাস্তি থানার মৃত আনোয়ার হোসেনের ছেলে।
ফেনীস্থ র্যাব-৭ এর অধিনায়ক সাফায়াত জামিল ফাহিম পিপিএম পৃথক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন গুলিবিদ্ধ কবির ও সুমনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদরকে মৃত ঘোষনা করেন।, মাদক বিক্রেতাদের কাছ থেকে বিপুল পরিমান ইয়াবা, অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।