মোশারফ হোসেন, রামগড় :
আনন্দ টিভির পাবনা জেলা প্রতিনিধি ও জাগ্রত জনতার সম্পাদক সুবর্ণা নদী হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিত রামগড়ে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। আনন্দ টিভি পরিবার, রামগড় উপজেলা প্রেসক্লাব ও খাগড়াছড়ির কর্মরত সাংবাদিকবৃন্দ এ মানববন্ধনের আয়োজন করেন।
বৃহস্পতিবার দুপুর ১২টায় আনন্দ টিভির ক্যামেরাপার্সন এম সাইফুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্যে রাখেন, রামগড় উপজেলা প্রেসক্লাব সভাপতি মো: নিজাম উদ্দিন, উপজেলা প্রেসক্লাব গুইমারা’র সভাপতি এম সাইফুর রহমান, গুইমারা রিপোটার্স ইউনিটির সভাপতি মো: দিদারুল আলম, রামগড় উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক রতন বৈষ্ণব ত্রিপুরা প্রমুখ।
বক্তারা বলেন, হত্যা নির্যাতন, হামলা-মামলা করে সাংবাদিকদের কলমকে থামানো যাবেনা। এসময় আগামী ৭২ ঘন্টার মধ্যে নারী সাংবাদিক সুবর্না নদীর খুনীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এছাড়াও সাংবাদিক দম্পতি সাগর-রুনিসহ ইতিপূর্বে সন্ত্রাসীদের হাতে নিহত সকল সাংবাদিকদের খুনীদের গ্রেফতারের দাবি জানান সাংবাদিক নেতারা।
এসময় অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন, রামগড় উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি সাহাদাত হোসেন কিরণ, কোষাধ্যক্ষ করিম শাহ্, প্রচার সম্পাদক মোশারফ হোসেন, তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক এম.সাইফুল ইসলাম, সদস্য নন্দন বডুুয়া, উপজেলা প্রেসক্লাব গুইমারার সদস্য আবুু বকর ছিদ্দিক, সদস্য মনির হোসেন প্রমুখ।