৩৬ তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ

ঢাকা: ৩৬ তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এবার মৌখিক পরীক্ষার জন্য ৫ হাজার ৯৯০ জনকে  উত্তীর্ণ  ঘোষণা করা হয়েছে, যাদের এবার মৌখিক পরীক্ষার মুখোমুখি হতে হবে। আজ মঙ্গলবার বাংলাদেশ কর্মকমিশন এক বৈঠকের পরে এই ফলাফল প্রকাশ করা হয়।

উল্লেখ্য, এই বিসিএসের মাধ্যমে বিভিন্ন ক্যাডারে প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তার দুই হাজার ১৮০টি পদে নিয়োগ দেওয়ার কথা রয়েছে। গত বছরের ৮ জানুয়ারি প্রিলিমিনারি পরীক্ষায় অনুষ্ঠিত হয়। দুই লাখেরও বেশি পরীক্ষার্থী এতে অংশ নেন। কিন্তু উত্তীর্ণ হন মাত্র ১৩ হাজার ৬৭৯ জন। এর মধ্য থেকে গত বছরের সেপ্টেম্বরে ১২ হাজার ৪৬৮ জন লিখিত পরীক্ষায় অংশ গ্রহণ করেন।

আজ মঙ্গলবার সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক আ ই ম নেছারউদ্দিন বলেন, আগামী ১২ মার্চ থেকে মৌখিক পরীক্ষা শুরু হতে পারে; বিস্তারিত সূচি পরে জানানো হবে।

পিএসসি জানিয়েছে,  টেলিটক মোবাইল থেকে PSC লিখে স্পেস দিয়ে ৩৬ লিখে স্পেস দিয়ে রেজিস্ট্রেশন নম্বর লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়ে লিখিত পরীক্ষার ফল জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *