ফেনীতে  বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ঈদ পুণর্মিলনি ও সংবর্ধনা 

ফেনী প্রতিনিধি :  বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ফেনী জেলা কমিটির অায়োজনে ঈদ পুণর্মিলনি ও কেন্দ্রীয় নেতৃবৃন্দদের সংবর্ধনা সভা অনুৃষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল ৪টায় ফেনী ফাইভ স্টার হোটেলে অনুৃষ্ঠিত সংবর্ধনায়  প্রধান অতিথি ছিলেন, জেলা কমিটির  প্রধান উপদেষ্টা ও জজকোর্টের জিপি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট প্রিয় রঞ্জণ দত্ত। তিনি বলেন, বিএমএসএফ’র ১৪দফা সরকার মেনে নিলে সারাদেশে সাংবাদিক নির্যাতন বন্ধ হবে, এবং সাংকাদিকদের দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধান হবে।

 

বিএমএসএফ ফেনী জেলা  সভাপতি জসিম মাহমুদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সৈয়দ মনির অাহমদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, এডভোকেট সৈয়দ আবুল হোসেন, এনজিও ফেডারেশনের চেয়ারম্যান এডভোকেট জাহাঙ্গীর অালম নান্টু, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি শাহজালাল রতন, সাধারন সম্পাদক জহিরুল হক মিলন, সাবেক সাধারন সম্পাদক যতন মজুমদার, ফেনী প্রেসক্লাবের সহ সভাপতি শাহ আলম ভুঞা, শ্রমীকলীগ নেতা আবুল কাশেম,  মোঃ আলী, মোঃ শাহিন,  বিএমএসএফ ফেনী জেলা শাখার তথ্য সম্পাদক আহসান উল্যাহ, কোষাধ্যক্ষ কাপি দিদার, সদর উপজেলা সভাপতি বেলাল হোসেন,   সোনাগাজী শাখার সভাপতি গাজী হানিফ, দাগনভুঞা শাখার আহবায়ক আলমগির ননী প্রমূখ।

 

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি স্থায়ী কমিটির সদস্য  জসিম মাহমুদ, সহ সম্পাদক জহিরুল ইসলাম জাহাঙ্গীর, নির্বাহি সদস্য তমিজ উদ্দিন, জাফর সেলিম,  কাজী নোমান, নান্টু লাল দাস ও আবুল হাসনাত তুহিনের হাতে ক্রেষ্ট ও ফুল তুলেদেন অতিথিবৃন্দ।

 

অনু্ষ্ঠানে জেলা ও উপজেলা বিএমএসএফ’র সদস্যবৃন্দসহ ফেনীর কর্মরত শতাধিক গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *