মিনহাজ ,ফেনী : -ঢাকা- চট্টগ্রামের মহাসড়কের বারইয়ার হাট এলাকায় শনিবার সকাল সাড়ে ৮টার দিকে আবুল বাশার নামের পুলিশের এক এ এস আইকে ৩০ হাজার পিস ইয়াবাসহ আটক করেছে র্যাব ৭ ।
আবুল বাশার কুমিল্লার দেবিদ্দার উপজেলার বৈশের কোট এলাকার আব্দুল হামিদ মাস্টারের ছেলে এবং ব্রাহ্মণবাড়িয়া ডিবি পুলিশ থেকে ক্লোজ হয়ে পুলিশ লাইনে কর্মরত অাছে।
র্যাব জানায় আটক বাশার মোটর সাইকেলে করে ইয়াবা নিয়ে কক্সবাজার থেকে ঢাকার দিকে যাচ্ছিলেন । বাশারের সাথে থাকা ব্যাগ থেকে সিলেট রেঞ্জের পুলিশের পোষাক ও পুলিশের স্টিকার যুক্ত মটর সাইকেল সহ বাশারকে আটক করে ফেনী ক্যাম্পে রাখা হয়েছে ।