পরশুরামে শহীদ লিয়াকত বৃত্তি প্রদান ও সংবর্ধনা আগামী ২৬ আগস্ট | বাংলারদর্পন

পরশুরাম প্রতিনিধিঃ

শিক্ষা ও সমাজ উন্নয়ন মূলক প্রতিষ্ঠান শহীদ লিয়াকত স্মৃতি সংসদের ব্যবস্থাপনায় পরিচালিত ১৯তম শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান আগামী ২৬ আগষ্ট/১৮ইং, রবিবার বিকাল ৩ঘটিকায় পরশুরাম উপজেলা পরিষদ খােকা মিয়া মিলনায়তনে অনুষ্ঠিত হতে যাচ্ছে। পরশুরাম জােনের সমন্বয়ক মু: হেলাল উদ্দিন মজুমদার ও সচিব টিপু সুলতানের সঞ্চলনায় কৃতি শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দিবেন পরশুরাম উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, উক্ত অনুষ্ঠান উদ্ধােধন করার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক কামাল উদ্দিন সাজু, বিশেষ অতিথি  থাকবেন পরশুরাম উপজেলা নির্বাহী অফিসার মাঃ সাইফুল ইসলাম, পৌর মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল, বিডি ফিউচার প্রােপার্টি ডেভলপার লিঃ এর চেয়ারম্যান আলহাজ্ব মাঈন উদ্দিন, আলােচক হিসাবে শিক্ষার্থীদের উদ্দেশ্য বক্তব্য রাখবেন লিয়াকত স্মৃতি সংসদের কেন্দ্রীয় পরিচালক ইঞ্জিনিয়ার আরিফ উদ্দিন ও উপপরিচালক কাজী সুলতান আহম্মদ সহ জেলা উপজেলার নেতৃবৃন্দ। পরশুরাম উপজেলা জােনের সচিব টিপু সুলতান জানান এবার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদপত্র, ছবি সম্বলিত ক্রেস্ট, স্মরনিকা ও প্রাইজবন্ড সহ ৫০জনকে পুরষ্কৃত করা হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *