রামগড়ে ন্যাশনাল সার্ভিস কর্মীদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

মোশারফ হোসেন, রামগড় :

 

যুব উন্নয়ন অধিদপ্তরের ন্যাশনাল সার্ভিস এর সকল কর্মির চাকুরী স্থায়ী করনের জন্য প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেছে রামগড় উপজেলার কর্মীরা।

বৃহস্পতিবার সকালে দেশব্যাপি কর্মসূচীর অংশ হিসেবে ন্যাশনাল সার্ভিস ৫ম পর্বের রামগড় উপজেলার কর্মীরা রামগড় বাজারে মানববন্ধন করে। এসময় সংহতি জানিয়ে বক্তব্য রাখেন, রামগড় উপজেলার ভাইচ চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ এর সভাপতি মো: আব্দুল কাদের, কর্মসূচী স্থায়ী করনের লক্ষে বিভিন্ন দাবী উপস্থাপন করেন ন্যাশনাল সার্ভিস কর্মীদের সংগঠন একতা কল্যান পরিষদ এর কেন্দ্রীয় কমিটির সভাপতি মো: মোস্তফা। এতে আরো বক্তব্য রাখেন ন্যাশনাল সার্ভিসের কর্মী পুলক বড়ুয়া, দেলোয়ার হোসেন। মানববন্ধনে উপজেলার ১৭৬ জন কর্মী অংশ গ্রহন করে।

পরে রামগড় উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) এটিএম মোর্শেদ এর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে লেখা একটি স্মারকলিপি পেশ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *