ফেনীতে নকল ও ভেজাল শিশুখাদ্য বিক্রি করায় দুই ব্যবসায়ীর অর্থদন্ড | বাংলারদর্পন 

ফেনী প্রতিনিধি :

ফেনী শহরের ভিতরের বাজারে আজ ৮ আগস্ট সকালে ভোক্তা অধিকার সংরক্ষণে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন, ফেনী। এ অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা।

 

তিনি জানান, ভিতরের বাজারের বস্ত্র হকার্স মার্কেটের সোহাগ স্টোরে বিপুল পরিমাণ নকল ও ভেজাল শিশু খাদ্য পাওয়া যায়। শিশু খাদ্যের মাঝে রয়েছে জুস, আচার, চিপস, চানাচুর ইত্যাদি। এছাড়াও তল্লাশিকালদ নকল এনার্জি ড্রিংক টাইগার পাওয়া যায়। আদালত দোকানের মালিক আজিজুল হক (৫৭) কে ৫০হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করে। ব্যবসায়ীর দুইটি দোকানের সকল মালামাল জব্দ করে ধ্বংস করা হয়। এছাড়া একই স্থানের কালাম টি স্টোর এর শেখ সাদী (৩২) কে বিধিবহির্ভূতভাবে চা মোড়কজাত করায় ৩০হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়।

 

অভিযানে জেলা স্যানিটারি ইন্সপেক্টর সুজন বড়ুয়া ও ব্যাটালিয়ান আনসারের সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *