নিউজ ডেস্ক ; সন্ধ্যার পর চট্টগ্রাম থেকে ঢাকাসহ সব রুটের বাস চলাচল শুরু হয়েছে।
এর আগে গত ২৯ জুলাই বাসচাপায় রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহত হয়। এ ঘটনায় নিরাপদ সড়ক চেয়ে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে। এর পরিপ্রেক্ষিতে নিরাপত্তাহীনতার কারণ দেখিয়ে সব রুটের বাস চলাচল বন্ধ করে দেয় মালিক-শ্রমিকরা।
ঢাকাসহ দেশের বিভিন্ন বিভাগ ও জেলা থেকে হঠাৎ করে যান চলাচল বন্ধ করে দেওয়ায় চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। বাস চলাচল বন্ধ থাকায় বিকল্প উপায়ে বিভিন্ন গন্তব্যে বেশি ভাড়ায় যাত্রীদের চলাচল করতে দেখা যায়। অনেকে আবার হেঁটে নিজ গন্তব্যে পৌঁছান।