নিউজ ডেস্ক :
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন: দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় আমরাও ব্যথিত, দু:খিত। ফিটনেসবিহীন কোনো গাড়ি রাস্তায় চলবে না। লাইসেন্স ও ফিটনেসবিহীন কোনো গাড়ি আমরা রাস্তায় চলতে দেবো না।
পরিবহন শ্রমিক ও মালিকদের সঙ্গে নৌ, তথ্য ও স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক শেষে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন আসাদুজ্জামান খাঁন কামাল।
এসময় তিনি শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার অনুরোধ জানান। বলেন, তোমাদের দাবিগুলো মানা হচ্ছে। ঘাতকরা যেন আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি পায় সেটা নিশ্চিত করা হবে।
তিনি বলেন: ড্রাইভিং লাইসেন্স ছাড়া কেউ যেন গাড়ি চালাতে না পারে এবং ফিটনেসবিহীন কোনো গাড়ি যেন চলতে না পারে সেটা অবশ্যই নিশ্চিত করতে হবে। বাস ট্রাক টার্মিনালে লোক থাকবে তারা চেক করবে সব ঠিকঠাক আছে কিনা। নিশ্চিত করে তারপর বাস বা ট্রাক টার্মিনাল থেকে বের হবে, নাহলে সেখান থেকেই বের হতে পারবে না। আবার আমাদের নিরাপত্তাবাহিনী রাস্তায় থাকবে। সন্দেহ হলেই চেক করবে। যথাযথ কাগজ দিতে না পারলে সেখানেই ব্যবস্থা নেওয়া হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন: শিক্ষার্থীদের সব দাবিই যৌক্তিক। কিন্তু ভাঙচুর নিশ্চয়ই তারাও চায়না। স্বার্থান্বেষী একটি মহল শিক্ষার্থীদের অবরোধের সুযোগ নিয়ে এসব ভাঙচুর ও জ্বালাও পোড়াও করছে। তারা ২৯ তারিখে ১৫০টি ভেঙেছে, ৩০ তারিখে ২৫টি, ৩১ তারিখে ১৩৪টি গাড়ি ভেঙেছে। পোড়ানো হয়েছে ৮টি গাড়ি। তার মধ্যে পুলিশের তিনটি ও ফায়ার সার্ভিসের ১টি। এসব দু:খজনক। তাই অনুরোধ করবো, তোমাদের সবগুলো দাবি মানা হচ্ছে। তোমরা আবার ক্লাসে ফিরে যাও।
সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করবে পরিবহন মালিক সমিতি। তারা বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করবে বলেও জানান তিনি।