বাংলাদেশে কোন মাদক বিক্রেতা থাকবে না : বেনজীর আহমেদ | বাংলারদর্পন

গোপালগঞ্জ সংবাদদাতাঃ

র‍্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ বলেছেন, বাংলাদেশে কোন মাদক ব্যবসসায়ী থাকবে না। প্রধানমন্ত্রীর নেতৃত্বে আপনাদের সঙ্গে নিয়ে মাদক ব্যবসায়ীকে চিহ্নিত করে গ্রাম শহর থেকে বিতারিত করবো। পরবর্তী প্রজন্মকে মাদকের ভয়াংকর থাবা থেকে রক্ষা করতে হবে। আমাদের পূর্ব পুরুষেরা ৭১ এ বিজয় লাভ করেছে। মাদক বিরোধী যুদ্ধে সারা দেশের মানুষ সামিল হয়েছে। ৭১ এর মতো ৯০ এর গণ অভুত্থান, জঙ্গিবাদ বিরোধী অভিযানসহ সকল জাতীয় ইস্যুতে আমরা জয়ী হয়েছি। আমাদের পরবর্তী প্রজম্মও মাদকের বিরুদ্ধে বিজয়ী হবে। আমাদের কাছে আর কোন বিকল্প নেই।

আজ সোমবার বিকেলে গোপালগঞ্জ শেখ মণি স্মৃতি অডিটোরিয়ামে গোপালগঞ্জ সোস্যাল ওয়েলফেয়ার এসাসিয়েশন আয়োজিত রোজি জামাল মহিলা কাবাডি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, পূবালীব্যাংক দাবা প্রশিক্ষণ ও বাড়তি ওষুধে নতুন জীবন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গোপালগঞ্জ সোস্যাল ওয়েলফেয়ার এসাসিয়েশন সভাপতি কাজী হারুন অর রশীদ মিরনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন গোপালগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান চৌধূরী এমদাদুল হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, বাংলাদেশ দাবা ফেডারেশনর সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবউদ্দিন শামীম, পূবালীব্যাংকের ফরিদপুর অ লের ডিজিএম একেএম আব্দুর রাকিব, গোপালগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফার রহমান বাচ্চু, পৌর মেয়র কাজী লিয়াকত আলী লেকু, ও ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এমবি সাঈফ (বি মোল্লা)।

আনুষ্ঠানে গোপালগঞ্জ সোস্যাল ওয়েলফেয়ার এসাসিয়েশনের ব্যবস্থাপনা পরিচালক এ্যাড. উৎপল দাস শুভেচ্ছা বক্তব্য রাখেন।

প্রধান অতিথি বলেন, যেকোন মূল্যে আমরা মাদক ব্যবসা বন্ধ কববো। কেউ ইচ্ছা করলে নিজেই মাদক ব্যবসা বন্ধ করতে পারেন। এতে সে রক্ষা পেতে পারে। আমরা মাদকের বিরুদ্ধে বিচ্ছিন্ন অভিযান শুরু করিনি, সংঘবদ্ধ অভিযান শুরু করেছি। এ অভিযান থেকে কেউ রেহাই পাবে না।

র্যাবের মহাপরিচাল বেনজীর আহমেদ বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের স্বপ্নের যাত্রা শুরু হয়েছে। ইতিমধ্যে আমাদের প্রবৃদ্ধি ৭.৫ এ উন্নিত হয়েছে। স্বপ্নের পদ্মাসেতু বাস্তবায়িত হলে প্রবৃদ্ধি ১.৫ বেড়ে ৯ এ দাঁড়াবে। তারপর আমার প্রবৃদ্ধি আরো বৃদ্ধি পেয়ে চীনের সমান ১০ হবে। তখন আমাদের দেশের মানুষ গরীব থাকবে না। সব দিক থেকে বাংলাদেশ এগিয়ে যাবে। আমাদের স্বপ্নযাত্রা সফল হবে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা সমনতালে বিশ্বের সাথে তালমিলিয়ে সামনের দিকে এগিয়ে যাব।

পরে অতিথিরা রোজি জামাল মহিলা কাবাডি প্রতিযোগিতার পুরস্কার ও স্কুলে স্কুলে দাবা সামগ্রী বিতরণ করেণ। এরপর প্রধান অতিথি পূবালীব্যাংক দাবা প্রশিক্ষণ ও বাড়তি ওষুধে নতুন জীবন কর্মসূচীর উদ্বোধন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *