স্বার্থ উদ্ধারে বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসাতে উদগ্রীব কয়েকটি রাষ্ট্র | বাংলারদর্পন

নিউজ ডেস্ক: আগামী জাতীয় সংসদ নির্বাচনে যেকোন উপায়ে বিএনপিকে বিজয়ী করে ক্ষমতায় বসাতে ব্যাপক তৎপরতা দেখাচ্ছে কয়েকটি বিদেশি ও উন্নয়ন সহযোগী সংস্থা। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, নরওয়ে ও ইউরোপীয় ইউনিয়ন বিএনপিকে নির্বাচনে অংশগ্রহণ করিয়ে যেকোন কায়দায় ক্ষমতায় বসাতে ইতোমধ্যেই কাজকর্ম শুরু করে দিয়েছে। আওয়ামী লীগ সরকারের কাছ থেকে অনৈতিক সুবিধা আদায়ে ব্যর্থ হওয়ায় বিএনপির মতো একটি দুর্নীতিগ্রস্ত দলকে ক্ষমতায় বসাতে মরিয়া হয়ে উঠেছে বিদেশি রাষ্ট্রগুলো বলে অভিমত দিয়েছেন একাধিক রাজনৈতিক বিশ্লেষকরা। এদিকে বিএনপির মতো পক্ষপাতদুষ্ট ও জঙ্গিবাদের মদদদাতা দলকে নিয়ে হঠাৎ বিদেশি রাষ্ট্রগুলো ব্যস্ত হয়ে পড়ায় সাধারণ মানুষদের মনে ভয় ও হতাশা দেখা দিয়েছে।

গোপন সূত্রে জানা গেছে, বিদেশি রাষ্ট্রগুলো মনে করে বিএনপি যদি নির্বাচনে অংশ নিয়ে ক্ষমতায় না আসতে পারে তাহলে ইসলামী বা মৌলবাদী শক্তির উত্থান হতে পারে। বাংলাদেশের ওপর আবারো চেপে বসতে পারে জঙ্গিবাদের ভূত। বাংলাদেশ হয়ে যেতে পারে নতুন আফগানিস্তান বা ইরাক। বাংলাদেশ থেকে তখন নিজেদের প্রত্যাশিত ফল আদায় করতে পারবে না তারা। বাংলাদেশ একটি অপার সম্ভাবনাময়, সম্পদে পরিপূর্ণ রাষ্ট্র। ভূরাজনৈতিক কারণে বাংলাদেশের অবস্থান বেশ গুরুত্বপূর্ণ। বাংলাদেশের ওপর অনেক আগে থেকেই দৃষ্টি রয়েছে একাধিক শক্তিধর রাষ্ট্রের। কিন্তু আওয়ামী লীগ সরকারের কট্টর স্বদেশপ্রীতি ও দেশের প্রতি দায়বদ্ধতার উদাহরণ দেখে বিদেশি রাষ্ট্রগুলো অসৎ উপায় অবলম্বন করে স্বার্থ উদ্ধারে ক্রমাগতভাবে ব্যর্থ হচ্ছে। সুতরাং স্বার্থ উদ্ধারে সরকার পরিবর্তন ছাড়া দ্বিতীয় কোনো পথ দেখছে না রাষ্ট্রগুলো। এই পরিকল্পনার অংশ হিসেবেই তারা আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতে উঠেছে।

এই বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের একজন অধ্যাপক বলেন, বিদেশি রাষ্ট্রগুলোর ভয়ের জায়গা হচ্ছে, অপকর্ম, জ্বালাও-পোড়াও এবং মানুষ মারার রাজনীতির কারণে বিএনপি ইতোমধ্যেই জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিএনপি যদি দুর্বল বা তলানিতে পড়ে যায় সেই জায়গাটা অন্য কোনো রাজনৈতিক দল পূরণ করতে পারবে না। বিএনপি বিগত শাসনামলে যে পরিমাণ বিদেশি রাষ্ট্রগুলোকে লুটপাট ও দুর্নীতির সুযোগ দিয়েছিল সেটি অন্য কোনো রাজনৈতিক দল দিতে পারবে না। বিএনপির সময়ে শত শত কোটি টাকার অবৈধ বাণিজ্য করেছে কয়েকটি বিদেশি রাষ্ট্র। বাণিজ্য সম্প্রসারণ, অবকাঠামো উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, বিদ্যুৎ ও জ্বালানী খাতে অবদান রাখার নামে বাংলাদেশের রক্ত চুষে খেয়েছে দেশগুলো। বিনিময়ে বিএনপি সরকারের যাবতীয় কুকর্মের নীরব সমর্থন দিয়ে দেশকে দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত করতে সাহায্য করে তারা। এছাড়া বিএনপির জন্য ক্ষতিকর আওয়ামী লীগের অনেক জনপ্রিয় নেতাকে হত্যা করতে নৈতিক সমর্থন দিয়েছিল দেশগুলো। বাংলাদেশকে দাবিয়ে রেখে আজীবন বাণিজ্য ও সেবা বৃদ্ধির নামে নব্য ঔপনিবেশিক শাসনের স্বপ্ন দেখেছিল ষড়যন্ত্রকারীরা। সেজন্য বিএনপিকে নির্বাচনে নিয়ে আসার ক্ষেত্রে তারা অত্যন্ত আগ্রহী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *