সোনাগাজী প্রেসক্লাবের নির্বাচন : সভাপতি মনির, সাধারন সম্পাদক সজীব

সোনাগাজী প্রতিনিধি >>>

ফেনীর সোনাগাজী  প্রেসক্লাবের নির্বাচন ১৫জুলাই রবিবার বিকালে প্রেসক্লাব কার্যালয়ে অনুৃষ্ঠিত হয়েছে। উপস্থিত সদস্যদের প্রত্যক্ষ ভোটে ফেনীর ডাক’র নির্বাহী সম্পাদক সৈয়দ মনির অাহমদ সভাপতি ও  তৃতীয় মাত্রা ফেনী প্রতিনিধি জহিরুল হক খাঁন সজীব সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন।

 

এছাড়া সাপ্তাহিক জনপ্রিয় নির্বাহী সম্পাদক ওবায়দুল হক সিনিয়র সহ-সভাপতি, সাপ্তাহিক শমসের নগরের বার্তা সম্পাদক মেহেরাব হোসেন মেহেদী সহ সভাপতি, দৈনিক আজকালের খবর প্রতিনিধি ছালাহ উদ্দিন যুগ্ন সাধারন সম্পাদক, সাপ্তাহিক জনপ্রিয়  প্রতিনিধি নুর অালম মহব্বত কোষাধ্যক্ষ, স্বাস্থ্যকথা প্রতিনিধি বাহার উল্যাহ বাহার দপ্তর সম্পাদক, ফেনীর ডাক প্রতিনিধি গাজী মোঃ হানিফ তথ্য, প্রচার ও প্রকাশনা সম্পাদক, বাংলারদর্পন প্রতিনিধি মো. ইকবাল হোসাইন  ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।

 

কার্যনির্বাহী সদস্য হয়েছেন, মানবাধিকার বার্তা’র সম্পাদক কাজী মিজানুর রহমান মিস্টার , ছাপ্পান্ন হাজার বর্গমাইল’র বার্তা সম্পাদক ইসহাক খোকন, আমাদের ফেনী প্রতিনিধি নুরুল অামিন খোকন,  দৈনিক ভোরের কাগজ সোনাগাজী প্রতিনিধি নান্টু লাল দাস, সাপ্তাহিক  আবেদন স্টাফ রিপোর্টার মো. জুলফিকার, দৈনিক যায়যায়দিন প্রতিনিধি হাসান মাহমুদ, সাপ্তাহিক পারিজাত প্রতিনিধি  শহীদুল ইসলাম, দৈনিক অাজকের সময়  প্রতিনিধি ওমর ফারুক, দৈনিক তৃতীয় মাত্রা  প্রতিনিধি অাবদুল্যাহ রিয়েল ও বজ্রশক্তি প্রতিনিধি শফিউল অাজম ।

 

নির্বাচন পরিচালনা করেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য কাজী মিজানুর রহমান মিস্টার।

প্রেসক্লাবের উক্ত কার্যকরী কমিটি আগামী ১ বছরের জন্য নির্বাচিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *