প্রেস বিজ্ঞপ্তি-
সোনাগাজী প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক ও সংবর্ধনা রবিবার বিকালে সোনাগাজী নিউ ফুড গার্ডেন রেষ্টুরেন্টে অালোচনা সভা অনুৃষ্ঠিত হয়েছে।

নবনির্বাচিত সভাপতি সৈয়দ মনির অাহমদ এর সভাপতিত্বে সাহিত্য সম্পাদক ইকবাল হোসাইনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন , হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির অতিরিক্ত নির্বাহি পরিচালক কাজী মিজানুর রহমান মিস্টার।
বক্তব্য রাখেন, বিএমএসএফ ফেনী জেলা কমিটির সহ সভাপতি ও ফুলগাজী সভাপতি জহিরুল ইসলাম জাহাঙ্গীর, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধালীগের প্রতিষ্ঠাতা সভাপতি আবদুল মজিদ ভুলুমিয়া , মুক্তিযোদ্ধা আবদুল হালিম, সোনাগাজী নজরুল একাডেমির সভাপতি নুরুল অামিন পলাশ, মাসিক আচল সম্পাদক সাহিদা সাম্য লিনা, সোনাগাজী প্রেসক্লাব সাধারন সম্পাদক মেহরাব হোসেন মেহেদি, নবনির্বাচিত সাধারন সম্পাদক জহিরুল হক খান সজিব, যুগ্ন সাধারন সম্পাদক ছালাহ উদ্দিন, প্রচার সম্পাদক ওমর ফারুক, নবনির্বাচিত তথ্য, প্রচার ও প্রকাশনা সম্পাদক গাজী হানিফ, দপ্তর সম্পাদক অাবদুল্লাহ রিয়েল, সদস্য বাহার উল্যাহ বাহার, সাহিত্য ফোরামের সহ সভাপতি মহি উদ্দিন খোকন, মানবাধিকার কর্মী অাফতাব উদ্দিন মোমিন, নুরুল অাবছার সোহাগ প্রমুখ ।
আলোচনায় বক্তারা সাংবাদিক নির্যাতন বন্ধে যুগোপযোগী আইন প্রণয়ন করার দাবি জানান। অালোচনা শেষে বিদায়ী কমিটির সদস্যদের হাতে ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।