কোষ্টার হেজ শ্রমিদের উচ্চ আদালতের রায় বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন

চট্টগ্রাম ব্যুরো- চট্টগ্রাম কোষ্টার হেজ ঠিকাদার শ্রমিক ইউনিয়ন রেজি নং- ১৪০৫ এর উদ্যোগে গতকাল সকাল ১১ টায় চট্টগ্রাম প্রেশ ক্লাব সংবাদ সম্মেলন কক্ষে উচ্চ আদালতের রায় বাস্তবায়নের দাবি নিয়ে সংবাদ সম্মেলন করেন।উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন,অত্র সংগঠনের প্রতিষ্টাতা সভাপতি মোঃ জেবল হক,সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সফি,সাংগঠনিক সম্পাদক জিয়উল হক বাবুল,কোষাধ্যক্ষ- মোঃ জয়নাল,আরও উপস্থতি ছলিনে শ্রমকি নতো মোঃ আরমান ,মোঃ শাহাজাহান, মোঃ কামাল উদ্দীন (পাইল), মোঃ ইউছুফ, মোঃ হারুন, মোঃ জানে, আলম আরও অনেকে । বিগত ১৯৮৯ সালে রেজিষ্ট্রেশন প্রাপ্ত হন কোষ্টার হেজ ঠিকাদার শ্রমিক ইউনিয়ন। ১৯৮৯ সাল হতে ১৯৯৭ সালের গ্যাং বুকিং এর আগ পর্যন্ত ধারাবাহিকতাভাবে আন্দোলন করেন, ০৮/০১/১৯৯৭ সালে চট্টগ্রাম বন্দর লাইটারেজ ঠিকাদার সমিতি রেজি নং- চট্ট-১৪২৭ একটি চুক্তিপত্র হয়, যাহা ২০০৫ সাল নবায়ন হয়। উক্ত চুক্তিপত্রে বর্ণিত শ্রমিক বুকিং নিয়ে কাজ করতে থাকে কিন্তু বড় দুঃখের বিষয় ২০০৭ সালে দেশে জরুরি অবস্থা জারি হলে ইউনিয়ন এর কার্জক্রম স্থগিত হয়ে যায়। পরবর্তীতে দেশের জরুরি অবস্থা শিথিল হলে চট্টগ্রাম বন্দর লাইটারেজ ঠিকাদার মালিক সমিতি রেজি নং- চট্ট-১৪২৭ তাহাদের হীনস্বার্থ চরিতার্থ করার জন্য এবং কোষ্টার হেজ ঠিকাদার শ্রমিকদের ন্যার্য পাওনা হতে বঞ্চিত করার লক্ষ্যে প্রহসনমূলকভাবে দরবেশ মোল্লাকে চট্টগ্রাম কোষ্টার হেজ ঠিকাদার শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং চট্ট-১৪০৫) এর কথিত সভাপতি করে ৩১/০৫/২০১৩ ইং তারিখে একটি বেআইনী চুক্তি সম্পাদন করেন। উল্লেখ্য যে, চট্টগ্রাম কোষ্টার হেজ ঠিকাদার শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং চট্ট-১৪০৫) এবং চট্টগ্রাম বন্দর লাইটারেজ ঠিকাদার সমিতি (রেজিঃ নং চট্ট-১৪২৭) এর মধ্যে ইতিপূর্বেকার অর্থাৎ ০৮/০১/১৯৯৭ ইং তারিখে সম্পাদিত চুক্তিপত্র মোতাবেক শ্রমিকেরা প্রতিটন মালামাল আনলোডিং এর ক্ষেত্রে ১০/- (দশ) টাকা মজুরী পেতেন। কিন্ত অবৈধ সভাপতি দরবেশ মোল্লার সাথে বেআইনীভাবে ৩১/-০৫/২০১৩ ইং তারিখের যে চুক্তিপত্রে প্রতি টন মালামাল আনলোডিং এর জন্য মজুরী প্রতিটন মাত্র ১/- (এক) টাকা নির্ধারণ করা হয়েছিল। তৎপ্রেক্ষিতে ইউনিয়নের বৈধ সভাপতি মোঃ জেবল হক ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সফি বাদী হয়ে উক্ত ৩১/০৫/২০১৩ ইং তারিখে সম্পাদিত চুক্তিপত্র বাতিলের প্রার্থনায় মাননীয় দ্বিতীয় শ্রম আদালত, চট্টগ্রামে আই. আর ১৬/২০১৩ ইং মামলা দায়ের করেন। উক্ত মামলার বিজ্ঞ আদালত গত ১১/০৫/২০১৫ ইং তারিখে নি¤œবর্ণিত মতে রায় প্রদান করেন ঃ-

অতএব আদেশ হয় যে,

এই মামলাটি ৩ ও ৪নং ২য় পক্ষের বিরুদ্ধে দো তরফাসূত্রে এবং অন্যান্য ২য় পক্ষগণের বিরুদ্ধে একতরফা সূত্রে বিনা খরচে মঞ্জুর হইল। ০৮/০১/১৯৯৭ ইং তারিখের চুক্তি বলবৎ থাকিবে এবং ১ ও ২নং ২য় পক্ষ কর্তৃক সম্পাদিত ৩১/০৫/২০১৩ ইং তারিখের চুক্তিটি বিজ্ঞ আদালত বাতিল ঘোষনা করেন।

 

উক্ত রায়ের পর চট্টগ্রাম সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দিন ও চট্টগ্রাম১১ আসনের সংসদ সদস্য এম.এ লতিফ এর মধ্যস্থতায় চট্টগ্রাম বন্দর লাইটারেজ ঠিকদার সমিতির সাথে সমঝোতা বৈঠক হয় এবং শ্রমিক ইউনিয়নের সদস্যদের বুকিং প্রদানের সিদ্ধান্ত হয়। পক্ষান্তরে চট্টগ্রাম কোষ্টার হেজ ঠিকদার শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং চট্ট-১৪০৫) এর সভাপতি/ সাধারণ সম্পাদক দাবীদার দরবেশ মোল্লা গং শ্রম আদালতের রায়ের বিরুদ্ধে মহানান্য শ্রম আপীল্যাট ট্রাইব্যুনাল, ঢাকায় আপীল ৫৮/২০১৫ ইং দায়ের করেন। মহামান্য আপীল আদালত উভয় পক্ষের শুনানী অন্তে গত ১৪/১০/২০১৫ ইং তারিখের রায় মূলে আপীলটি নি¤œরূপ মন্তব্যে খারিজ করেন।

 

মহামান্য শ্রম আপীল্যাট ট্রাইব্যুনাল ঢাকার উক্তরূপ নির্দেশনার প্রেক্ষিতে রেজিস্ট্রার অব ট্রেড ইউনিয়ন, চট্টগ্রাম বিভাগ চট্টগ্রাম কোষ্টার হেজ ঠিকদার শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং চট্ট-১৪০৫) এর কার্য্যকরী কমিটির নির্বাচন অনুষ্ঠানের উদ্যোগ গ্রহণ করেন। ইউনিয়নের গঠনতন্ত্র মোতাবেক উক্ত নির্বাচন সম্পন্ন হয়। উক্ত নির্বাচনে মোঃ জেবল হক ও হুমায়ুন কবির সফি ইউনিয়নের যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়ে ইউনিয়নের গঠনতন্ত্র মোতাবেক কার্যক্রম পরিচালনা করছেন। ইউনিয়ন মালিক সমিতির অধীনস্থ একমাত্র ইউনিয়ন হওয়ায় মালিক সমিতির অধীনে যৌথ দরকষাকষি প্রতিনিধি বা সিবিএ হিসাবে গণ্য।  সিবিএ হিসাবে গঠনমূলক ভূমিকা রেখে অত্র সংগঠন কাজ করতে আগ্রহী, কিন্ত দূর্ভাগ্যজনকভাবে আদালত ও নৌ পরিবহন মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা সত্বেও মালিক সমিতি অদ্যাবধি ইউনিয়নকে গ্যাং বুকিং প্রদান হতে বিরত আছেন। উপরোক্ত বিষয়সমূহ অবহিত পূর্বক মালিক সমিতি বরাবরে বেশ কয়েকটি পত্র প্রদান করেন। কিন্ত দূর্ভাগ্যজনক হলেও সত্য যে, মালিক পক্ষ এ ব্যাপারে কোন সাড়া না দিয়ে বিভিন্ন প্রকার অপকর্মকান্ড চালিয়ে যাচ্ছে, যা নিঃসন্দেহে উদ্বেগের।

প্রসঙ্গক্রমে উল্লেখ্য যে, মহামান্য শ্রম আপীল্যাট ট্রাইব্যুনাল, ঢাকা কর্তৃক নিষ্পত্তিকৃত আপীল ৫৮/২০১৫ ইং মামলার ১৪/১০/২০১৫ ইং তারিখের রায়ের বিরুদ্ধে দীর্ঘদিন পর মালিক সমিতি মহামান্য হাইকোর্ট বিভাগে রীট পিটিশন নং-১০২১০/২০১৬ ইং দায়ের করেন। উক্ত রীট মামলা

গত ৩১/০৭/২০১৭ ইং তারিখে রায় প্রদান করিলে রায়ের বিরুদ্ধে চট্টগ্রাম কোষ্টার হেজ ঠিকদার শ্রমিক ইউনিয়ন  (রেজিঃ নং-১৪০৫) এর সাধারণ সম্পাদক হিসাবে নি¤œ স্বাক্ষরকারী হুমায়ুন কবির শফি মহামান্য সুপ্রীম কোর্টের আপীল বিভাগে সিভিল পিটিশন নং- ১১৯৩/২০১৭ ইং দায়ের করেন। মহামান্য সুপ্রীম কোর্টের আপীলেট ডিভিশনের  গত ০৩/০৮/২০১৭ ইং তারিখের আদেশ মূলে মহামান্য হাইকোর্ট কর্তৃক প্রচারিত রায়ের কার্যকারিতা স্থগিত করিয়া দেন, যাহা অদ্যাবধি বহাল আছে।

পক্ষান্তরে, মহামান্য শ্রম আপীলেট ট্রাইব্যুনাল, ঢাকা কর্তৃক নিষ্পত্তিকৃত আপীল ৫৮/২০১৫ ইং এর রায়ের বিরুদ্ধে তথাকথিত সভাপতি দাবীদার দরবেশ মোল্লা মহামান্য হাইকোর্ট বিভাগে রীট পিটিশন নং-৯৪৫৪/২০১৬ ইং দায়ের করেন। উক্ত মামলা গত ৩১/০৭/২০১৭ ইং তারিখের রায় মূলে খারিজ করিয়া দেন বিজ্ঞ আদালত। অর্থাৎ বিজ্ঞ শ্রম আদালত, চট্টগ্রাম ও মহামান্য শ্রম আপীল্যাট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *