ফেনী প্রতিনিধি :
দাগনভুঞায় উপজেলায় সিন্দুরপুর ইউনিয়নের কোরাইশ মুন্সী ও দরবেশের হাটে বাড়তি দামে পণ্য বিক্রি করায় ১১ ব্যবসায়ীর জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল হোসেন ও সহকারি কমিশনার (ভূমি) মাসুমা জান্নাত অভিযানে নেতৃত্ব দেন।
সহকারী কমিশনার (ভূমি) মাসুমা জান্নাত জানান, করোনা ভাইরাস প্রতিরোধ ব্যবস্থায় সামাজিক দুরত্ব বজায়; দ্রব্যমূল্য মনিটরিং ও জারীকৃত নির্দেশনা বজায় রাখতে আজ সোমবার অভিযান পরিচালনা করেন। সরকারি নির্দেশনা অমান্য করে বিভিন্ন দোকান খোলা রেখে গণজমায়েত সৃষ্টি করা এবং মূল্য তালিকা না থাকায়, অধিক মূল্যে পণ্য বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় বিভিন্ন দোকান মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর মাধ্যমে কোরাইশমুন্নী বাজারের প্রমি ফ্যাশন হাউজের মালিক নেছার উদ্দীনের ১হাজার, ইজি ব্যান্ডের জহিরুল ইসলামের ১ হাজার,
সিয়াম ফ্যাশনেরর আকরাম হোসেনের ১ হাজার, মো স্বপনের ৫শ, মূল্য তালিকা না থাকায়, অধিক মূল্যে পণ্য বিক্রি ও মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় চৌধুরী ট্রেডার্সের বেলায়েত হোসেনের ১ হাজার, মোঃ হারুন অর রশিদের ১ হাজার, হানিফ স্টোরেরর মো হানিফের ২ হাজার, জামাল স্টোরেরর মো জামালের ২ হাজার, নূর আহম্মদের ৫ হাজার, মো আজাদ উদ্দীনের ১ হাজার এবং দরবেশ হাট বাজারের মো রহমতুল্লাহ ফরাজীর ২ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে গণজমায়েত করে আড্ডা না দেওয়া, ঘরে নামায আদায়ের, যানবাহনে একাধিক ব্যক্তি না উঠার এবং সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়ে জনসাধারণকে সচেতন করা হয়। বাংলারদর্পন