গাজী মোঃ হানিফ:
সোনাগাজীতে নকীব সাংস্কৃতিক ফোরাম এনসিএফ’র ১ম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত সংগীত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ১৩ই জুলাই, শুক্রবার সকালে, কলেজ রোডস্থ ব্রাদার্স ম্যানসনে অনুষ্ঠিত হয়।
সংগঠনের পরিচালক আলমগীর হোসেন রিপনের সভাপতিত্ব ও সিনিয়র সহকারী পরিচালক জাবের হোসাইনের সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাহিত্য ম্যাগাজিন শব্দের নির্বাহী পরিচালক কবি হেলাল শাহাদাত।
বিশেষ অতিথি- সিরাজী সেন্টারের নির্বাহী পরিচালক গোলাম সারওয়ার সিরাজী, সাংবাদিক হাফেজ হিজবুল্যাহ, রামপুর জামেয়া কারীমিয়া মাদ্রাসার শিক্ষক নিজাম উদ্দিন, সোনাগাজী উপজেলা সাহিত্য ফোরামের সভাপতি গাজী মোহাম্মাদ হানিফ, রাসুলপুর হিলফুল ফুযুল সোসাইটির সাধারন সম্পাদক আব্দুর রহমান ফরহাদ, কদমতলা মদীনাতুল উলুম মাদ্রাসার সাবেক শিক্ষা পরিচালক নুরনবী, ওয়াননেস ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষক মিজানুর রহমান, সমৃদ্ধ সোনাগাজী উন্নয়ন ফোরাম সোনাগাজীয়ানের সভাপতি ইব্রাহীম মোঃ শাকিল।
এতে আরো উপস্থিত ছিলেন, ইব্রাহীম মিয়াজী, আব্দুল আলী, ওমর ফারুক, আব্দুল হামিদ বাবলু, জাকির হোসেন রুবেল, কামরুল ইসলাম আকাশ, হাফিজ উল্যাহ শামিম নিয়াজ মাহমুদ তাহান সহ সংগঠনের অর্ধশতাধিক সদস্য উপস্থিত ছিল।
অতিথিরা নকীব সাংস্কৃতিক ফোরামের ১ম বর্ষ উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় বিজয়ী- সুমাইয়া সুলতানা, আব্দুল আহাদ, সাইফ রেজা সামি, সাইমুন ইসলাম, মুনতাহা ইবনাতের হাতে পুরস্কার তুলে দেন।