ছাগলনাইয়ায় ৩’শ বোতল বিদেশী মদ ও ট্রাকসহ ১ মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাব

 

ফেনী প্রতিনিধি: ফেনীর ছাগলনাইয়ার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নতুন মুহুরীগঞ্জ বাজারের অদূরে ইকবাল সিএনজি ফিলিং স্টেশনের সামনে থেকে  সোমবার  রাত সাড়ে ৩ টায় ৩০৬ পিছ বিদেশি হুইস্কি ও একটি ট্রাকসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। র‌্যাব-৭, ফেনী ক্যাম্পের অধিনায়ক  স্কোয়াড্রন লীডার শাফায়াত জামিল ফাহিম এর নেতৃত্বে র‌্যাবের একটি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে একটি ট্রাক (নং সিলেট-ড-১১-১৫৮৮) আটক করে। ট্রাকটিতে তল্লাশি চালিয়ে ৩০৬ পিছ বিদেশি হুইস্কি উদ্ধার ও মাদক ব্যবসায়ী মোঃ ইসহাক (৫১) পিতা-মৃত আবুল বাশার, সাং-উত্তর পতেঙ্গা কাঠগড় দুমপাড়া, ৪০ নং ওয়ার্ড, থানা-পতেঙ্গা ও জেলা-চট্টগ্রামকে আটক করে। এ ব্যাপারে মাদক দব্য নিয়ন্ত্রণ আইনে ছাগলনাইয়া থানায় মোঃ ইসহাকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *