রাসিক নির্বাচনে আ’লীগের প্রার্থী লিটনের পাশে জাপা | বাংলারদর্পন

অনলাইন ডেস্ক :

রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী খায়রুজ্জামান লিটনকে সমর্থন করছে জাতীয় পার্টি। গত শনিবার দুপুরে রিটার্নিং অফিসারের কার্যালয়ে গিয়ে জাপা সমর্থিত প্রার্থী তার প্রার্থিতা প্রত্যাহার করেন। এরপর রাজশাহী চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রি ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে খায়রুজ্জামান লিটনের হাতে ফুলের তৈরি নৌকা উপহার দিয়ে আনুষ্ঠানিকভাবে সমর্থন দেন জাতীয় পার্টির নেতারা।

সংবাদ সম্মেলনে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়া জাতীয় পার্টির মেয়র প্রার্থী ওয়াশিউর রহমান দোলন বলেন, ”রাজশাহীর উন্নয়নের স্বার্থে কেন্দ্রের নির্দেশে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়া হয়েছে। জাতীয় পার্টির নেতাকর্মীরা এখন খায়রুজ্জামান লিটনের পক্ষে কাজ করবেন।” সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন,” জাতীয় পার্টির সমর্থন দেওয়ার মধ্য দিয়ে আমরা জয়ের পথে অনেক দূর এগিয়ে গেলাম। আগামীতে আমরা কাঁধে কাঁধ রেখে সবাই একসাথে রাজশাহীর উন্নয়নে কাজ করবো। বড় বড় প্রকল্প এনে রাজশাহীকে মেগা সিটি হিসেবে গড়ে তোলা হবে। বাংলাদেশ আজ দুই ভাগে বিভক্ত। এর মধ্যে বৃহত্তম অংশ মুক্তিযুদ্ধের পক্ষের। আর কিছু অংশ আছে যারা বিএনপি-জামায়াত। রাজশাহীতেও তারা আছে। তাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।” জাতীয় পার্টির নেতারা বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে কেন্দ্রের নির্দেশে তারা লিটনকে সমর্থন দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *