মোশারফ হোসেন, রামগড় :
৯জুন সোমবার বিকাল ৫টায় রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের পুকুরে কয়েক জন সহপাটি সহ গোসল করতে নেমে ডুবে প্রায় ২০/২৫ মিনিট নিখোজ ছিল বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র মোঃ যোবায়ের, সহপাটিরা যখন বুঝতে পারে সে ডুবেগেছে তখন তারা তাকে উদ্ধার করারর চেষ্টাকরে বের্থ্যহয়, স্কুল মাঠে অবস্থান কৃত বড়দের সাহায্যে উদ্ধার করে রামগড় হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থার রাত ৮.৩০টায় তার মৃত্যু হয়।
রামগড় পৌরসভার চৌধুরীপাড়ার আব্দুল খালেকের ছোট ছেলে যোবায়ের রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের নববম শ্রেনীর মেধাবী ছাত্র ছিল। যোবায়ের এর মৃত্যতে রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের আজকের পরীক্ষা স্থগিত করা হয়।