ফেনী প্রতিনিধি : ফেনী সার্কিট হাউজ জামে মসজিদের উদ্যোগে ১৫ জুন বৃহস্পতিবার সার্কিট হাউজের সম্মেলন কক্ষে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মসজিদ পরিচালনা কমিটির সহ-সভাপতি বোরহান উদ্দিন বাচ্ছুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আবদুল হাদীর তত্ত্বাবধানে ইফতার মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা প্রশাসক মনোজ কুমার রায়, ফেনীর অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট পি কে এম এনামুল করিম ও ফেনী পৌরসভার প্যানেল মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী।
এছাড়াও ফেনী চেম্বার অব কমার্সের পরিচালক পরিচালক গোলাম ফারুক বাচ্চু, পাঁচগাছিয়া এ.জেড খাঁন স্কুল এন্ড কলেজের সভাপতি নিজাম উদ্দিন ভূঞা, বিশিষ্ট সমাজ সেবক হাজী সাহাব উদ্দিন, বিশিষ্ঠ ব্যবসায়ী আবু তৈয়ব, ওমর ফারুকসহ মসজিদ পরিচালনা কমিটির কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজের নেতৃবৃন্দসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ইফতার পূর্বে দেশ জাতির কল্যান কামনা করে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন সার্কিট হাউজ জামে মসজিদের খতিব মাওলানা মাহমুদুল হক ফয়েজ মিয়াজী।