আওয়ামীলীগে যোগদান করলো বিএনপির শতাধিক নেতাকর্মী | বাংলারদর্পন

নিউজ ডেস্ক: বৈষম্য এবং দলীয় ভঙ্গুর অবস্থা বিবেচনায় বান্দরবানে বিএনপির শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন। ৭ জুলাই দুপুরে জেলার আলীকদম উপজেলার বাজার ব্যবসায় সমবায় সমিতির কার্যালয়ে এই যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সূত্র জানায়, দলে থেকেও বান্দরবান বিএনপির অসংখ্য নেতাকর্মীরা বৈষ্যম্যের শিকার- এমন অভিযোগ অনেক পুরনো। এ অভিযোগের প্রেক্ষিতে অনেক আগে থেকেই নেতাকর্মীরা দল থেকে বিচ্ছিন্ন ছিলো। আওয়ামী লীগে যোগদানের মাধ্যমে তারা সেই বৈষম্যের জবাব দিলো বলেই জানিয়েছেন দলত্যাগী সেসব নেতাকর্মী।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মংব্রাচিং মার্মার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ, মোজাম্মেল হক বাহাদুরসহ স্থানীয় নেতারা। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপির নেতাকর্মীরা প্রধান অতিথির হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামী লীগে যোগদান করেন।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর জানান, বঙ্গবন্ধু এমন একটি আদর্শ সৃষ্টি করেছেন যে আদর্শ দলমত নির্বিশেষে সবাইকে এক জায়গায় নিয়ে আসে। আওয়ামী লীগে যোগদান করা ব্যক্তিদের সেই আদর্শ পদ্ধতি মেনে চলার আহ্বানও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *