ডেস্কঃ
দীর্ঘদিন ধরে বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিবের দায়িত্ব চালিয়ে আসা ড. আহমেদ কায়কাউস এবার মুখ্যসচিব হিসেবে প্রধানমন্ত্রীর কার্যালয় সামলাবেন। অন্যদিকে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের বর্তমান মুখ্যসচিব মো. নজিবুর রহমানের ৫৯ বছর পূর্ণ হওয়ায় তাকে অবসরোত্তর ছুটিতে পাঠানো হয়েছে। রবিবার (২৯ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক আদেশ জারি করে এসব তথ্য জানানো হয়েছে।
এরআগে ২০১৬ সালের ১৫ ডিসেম্বর সরকারের ভারপ্রাপ্ত সচিব হিসেবে বিদ্যুৎ বিভাগের দায়িত্ব পান তিনি। পরের বছওে অর্থাৎ ২০১৭ সালের ২৩ ফেব্রুয়ারি ড. আহমেদ কায়কাউস সচিব পদে পদোন্নতি পান।
জানা গেছে, ড. আহমেদ কায়কাউস ১৯৮৬ সালের ২১ জানুয়ারি ৮৪ ব্যাচের কর্মকর্তা হিসেবে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগ দেন। তিনি সহকারী কমিশনার, উপজেলা ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে কাজ করেছেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিভাগ, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, অর্থনৈতিক সম্পর্ক বিভাগেও কাজ করেছেন আহমেদ কায়কাউস। তিনি বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা পরিষদের (ইপিআরসি) চেয়ারম্যান ছিলেন। কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশের (সিপিজিসিবিএল) চেয়ারম্যান ছিলেন।