নিউজ ডেস্ক :
কোটা সংস্কারের আন্দোলনে বিএনপির ছাত্র সংগঠনছাত্রদলের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও ছাত্রদলের নেতারা বলছেন, বর্তমান রাজনৈতিক বৈরী পরিবেশে তারা ছাত্রদের অধিকার নিয়ে যতটুকু সম্ভব কাজ করার চেষ্টা করছেন। কিন্তু কোটা সংস্কার আন্দোলনে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রদল নেতাদের কোটা বিরোধী আন্দোলনে ইন্ধন দিতে দেখা গেছে।
ছাত্রদল নেতারা নিষ্ক্রিয় ভাবে কাজ করছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সাম্প্রতিক সময়ে শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে তাদের মাঠের আন্দোলনে ছাত্রদলের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। বিষয়টি নিয়ে দলের হাইকমান্ড একাধিকবার তাদের আরও সক্রিয়ভাবে কাজ করতে বলেছেন। গত কয়েক মাসেও সংগঠনের নেতৃত্বের কাছে আশানুরূপ ভূমিকালক্ষ্য করা যায়নি।
এ বিষয়ে জানতে চাইলে ছাত্রদলের এক নেতা রাজনৈতিকভাবে বর্তমান পরিস্থিতিকে অত্যন্ত বৈরী আখ্যা দিয়ে বলেন, হামলা-মামলার কারণে আমাদের সংগঠন প্রকাশ্যে কিছু করতে পারেনি এটা ঠিক। তবে আমরা সব সময় ছাত্রদের অধিকারের পক্ষেই থেকেছি। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভ্যাটবিরোধী আন্দোলন থেকে শুরু করে সর্বশেষ কোটা সংস্কারের আন্দোলনেও আমরা সমর্থন দিয়েছি।
খোঁজ নিয়ে দেখা গেছে, গত কয়েক বছরে ছাত্র ও শিক্ষা সম্পর্কিত কোনো ইস্যুতেই জোরালো কর্মসূচি দেয়নি ছাত্রদল।শুরুর দিকে কোটা সংস্কারের আন্দোলন নিয়ে আগ্রহ দেখা যায়নি সংগঠনটির কিন্তু তারা অর্থ দিয়ে সাহায্য করছে আন্দোলনকারীদের। যদিও দলটির নেতারা বলছেন কৌশলগত কারণেই কোটা সংস্কারের আন্দোলনে ছাত্রদলের ব্যানারে মাঠে নামেনি তারা। তবে কেন্দ্র থেকে সব বিশ্ববিদ্যালয়ের শাখাগুলোকে সাধারণ ছাত্রদের ব্যানারে মাঠে থাকার নির্দেশ দিয়েছিলেন দলের বিভিন্ন প্রভাবশালী নেতা।
এ বিষয়ে ছাত্রদলের একজন যুগ্ম-সম্পাদক বলেন, কোটা সংস্কারের আন্দোলনের শুরু থেকেই ছাত্রদল সমর্থন দিয়ে আসছে। তবে কয়েকটি কারণেই ছাত্রদলের ব্যানারে মাঠে না নামতে নির্দেশনা ছিল। এসব আন্দোলনে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি বহন করা, জয়বাংলা স্লোগান দেওয়া ইত্যাদি কারণেই ছাত্রদল নিজস্ব ব্যানারে অংশ নেয়নি। তবে আমাদের প্রতিটি নেতাকর্মীকেই আন্দোলনে সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ দেওয়া ছিল।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, বিএনপির সিনিয়র নেতাদের নির্দেশেই মূলত শিবিরের সাথে একাত্ম হয়ে চলমান কোটা আন্দোলনের নিয়ন্ত্রণ নেয় ছাত্রদল। এই কোটা আন্দোলনকে যেকোনো মূল্যে সরকারবিরোধী আন্দোলনে রূপ দেওয়ার নির্দেশ রয়েছে হাইকমান্ড থেকে বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক কেন্দ্রীয় ছাত্রদল নেতা।
ছাত্রদল পরিকল্পিতভাবে দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে হামালা ও নৈরাজ্য সৃষ্টি মাধ্যমে গোটা শিক্ষা ব্যবস্থাকে কলংকিত করছে। তারা কোটা আন্দোলনকারীদের পিছন থেকে কলকাঠি নাড়ছে।