হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির উদ্যোগে মানবাধিকার সংরক্ষনে করনীয় শীর্ষক সেমিনার

নিজস্ব প্রতিবেদকঃ

৪ জুলাই বুধবার বিকেলে, জাতীয় জাদুঘরের বেগম সুফিয়া কামাল মিলনায়তনে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির উদ্যোগে মানবাধিকার সংরক্ষন ও বাস্তবায়নে করনীয় বিষয়ে আলোচনা সভা ও মানবাধিকার  বিষয়ক সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে ।

 

সংস্থার চেয়ারম্যান ও প্রধান নির্বাহী এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদের সভাপতিত্বে ও কেন্দ্রীয় অতিরিক্ত নির্বাহী পরিচালক কাজী মিজানুর রহমান মিস্টারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপিল বিভাগের বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়া । 

 

বিশেষ অতিথি ছিলেন, জনপ্রশাসন মন্ত্রনালয়ের সচিব (অব:) কথা সাহিত্যিক মঈনুদ্দিন কাজল, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত  সচিব পীরজাদা শহীদুল হারুন, অর্থ মন্ত্রনালয়ের উপ-সচিব বিশিষ্ট কবি ও লেখক ড. খুরশীদ আলম সাগর  ।

 

অনুষ্ঠানের উদ্বোধন করেন সংস্থার পরিচালক সজল বরন সেন । বক্তব্য রাখেন, লেখক, গবেষক, রাজৈনতিক ও অর্থনৈতিক বিশ্লেষক শ ম শাহ আলম,   বাংলাদেশ কেবল টিভি দর্শক ফোরামের কেন্দ্রিয় সাধারন সম্পাদক ও সংস্থার পরিচালক মো: সাহাদাৎ হোসেন মুন্না, পরিচালক ও কুমিল্লা জেলা সাধারন সম্পাদক আলমগীর চৌধুরী,   সিলেট বিভাগের সভাপতি দেলোয়ার হোসেন খান,  পার্বত্য অঞ্চলের মানবাধিকার কর্মী এম আর হোসাইন জহির, বঙ্গবন্ধু যুব পরিষদের সহ সভাপতি মীর মোহাম্মদ হানিফ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহ সভাপতি ফেরদৌস খান আলমগীর ।

এ সময়   সংস্থার জেলা,  উপজেলা ও বিভাগীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

 

সংস্থার চেয়ারম্যান মানবাধিকার কর্মীদের উদ্দেশ্যে  বলেন, বিশ্বে প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে ।  মানবাধিকার প্রতিষ্ঠায় সকল সংস্থার কর্মীদের একহয়ে কাজ করতে হবে ।

মানবাধিকার বিষয়ক সাংস্কৃতিক অনুষ্ঠানে  কন্ঠশিল্পীগন গান পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান প্রানবন্ত করে তুলুন।

#বাংলারদর্পন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *