ঠাকুরগাঁওয়ে জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ | বাংলারদর্পন

জানে-আলম শেখ,ঠাকুরগাঁও  : বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুচিকিৎিসা ও কারা মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ঠাকুরগাঁও জেলা বিএনপি। বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও জেলা বিএনপির আয়োজনে তাদের নিজেস্ব কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমানের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফয়সল আমিন, ছাত্রদলের সাধারণ সম্পাদক তুহিন, মহিলাদলের সভাপতি ফরাতুন নাহার প্রমুখ।

এ সময় বক্তরা অবিলম্বে বেগম জিয়ার মুক্তির দাবি ও তার সুচিকিৎসার জোর দাবি জানান। অন্যথায় আগামীতে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *