ঠাকুরগাঁও রানীশংকৈলে পিস্তলসহ ২ ছিনতাইকারী আটক | বাংলারদর্পন 

জানে-অালম শেখ, ঠাকুরগাঁও :

 

ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার ছিনতাই করে পারাবার সময় ২ যুবককে আটক করেছে স্থানীয় লোকজন। পরে তাদেরকে উত্তম-মাধম দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।

 

আটকৃতরা হলেন হরিপুর উপজেলার লোহুচাঁদ গ্রামের আমিন উদ্দিনের ছেলে আসাদুজ্জামান লিটন (৩৩) একই গ্রামের বদরুল ইসলামের ছেলে আবু সায়েদ (২৮)।

 

সোমবার দুপুরে রানীশকৈল উপজেলার দুর্ভপুর এলাকায় আটক হয় ।

 

জানা যায়, রানীশংকৈল মাহারাজাহাট শাখা গ্রামীন ব্যাংকের ব্যবস্থাপক হরুন আর রশীদ নেকমরদ সোনালী ব্যাংক থেকে ৬ লাখ টাকা উত্তোলন করে ম্যানেজার হারুন আর রশিদ  অফিস পিয়ন মুকুল কে  নিয়ে মোটরসাইকেলে যাওয়ার সময় পিছন থেকে দুই যুবক আরেকটি মোটরসাইকেল থেকে ব্যাগ ছিনিয়ে পলাবার চেষ্টা করে।

 

ছিনতায়ের বিষয়টি নেকমরদ ইউপি সদস্য ইলিয়াস ওরফে ইলি মেম্বার খবর পেলে রানীশংকৈল থানা পুলিশ কে খবর দেয়। থানা পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনা স্থলে পৈাছায় জনগনের সহযোগিতায় বিভিন্ন স্থানে অবস্থান নেয়। মাহারাজা নামক স্থানে ছিনতায়কারীরা জনতা ও পুলিশের রাস্তার ব্যারিকেড দেখে পালাতে গেলে মোটরসাইকেল নিয়ে পড়ে যায়। এসময় উত্তোজিত জনতার হাতে ছিনতাইকারীরা বেধরক মারধর খায়।

 

এসময় একটি মোটরসাইকেল, একটি বিদেশী পিস্তল, দুই রাউন্ড গুলি, ৬ লাখ টাকা উদ্ধার করে থানা পুলিশ।

 

থানা অফিসার ইনচাজ মোঃ আব্দুল মান্নান দুই ছিনতায়কারী আটক ও মালামাল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *