ছাত্রলীগ নেতা আবু নাছেরের মুক্তির দাবিতে এম.ই.এস কলেজ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

চট্টগ্রাম ব্যুরোঃ চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক অর্থ সম্পাদক ও ওমরগণি এম.ই.এস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও মহানগর যুবলীগ নেতা আবু নাছের চৌধুরী আজাদ এর ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে ওমর গণি এম.ই.এস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ’র উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত বিক্ষোভ মিছিলটি জি.ই.সি মোড় থেকে শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ২নং গেটস্থ বিপ¬ব উদ্যানে সামনে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মিছিল পরবর্র্তী সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, নগর যুবলীগ নেতা আবু নাছের চৌধুরী আজাদ বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিক। একটি বিশেষ মহল তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকান্ডকে খুন্ন করার জন্য তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়ের করে আওয়ামী রাজনীতি থেকে বিরত করতে চায়। তাঁর বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা বানোয়াট ভাবে যে মামলা দেওয়া হয়েছে তা পরিহার করে আমাদের ভাইকে নিঃশর্ত মুক্তি দিয়ে রাজপথে ফিরিয়ে দিতে হবে। নাহলে সারা চট্টগ্রামের ছাত্র ও যুব জনতা ঐক্যবদ্ধ ভাবে আমাদের ভাইকে ফিরিয়ে আনতে রাজপথে নামতে বাধ্য হবে। বারবার চট্টগ্রামের আওয়ামী পরিবারের উপর ষড়যন্ত্র চলছে। আমরা এ ষড়যন্ত্র অনেক মেনে নিয়েছি এবার পাল্টা রাজপথে থেকে জবাব দিব।

এসময় আরো উপস্থিত ছিলেন বায়েজীদ থানা যুবলীগ নেতা সোহারাব হোসেন চৌধুরী সৌরভ, ওমরগণি এম.ই.এস কলেজ ছাত্রলীগ নেতা শহীদুল ইসলাম শহীদ, মহানগর ছাত্রলীগ’র উপ-আইন বিষয়ক সম্পাদক আরজু ইসলাম বাবু, বায়েজীদ থানা যুবলীগ নেতা বেলায়েত হোসেন, কেন্দ্রীয় ছাত্রলীগ’র সদস্য আব্দুর রহিম শামিম, ওমরগণি এম.ই.এস কলেজ ছাত্রলীগ নেতা সুমিত বড়–য়া দীপু, মাসুদুল হাসান জিকু, রাফী, বাপ্পি, নগর ছাত্রলীগের সহ-সম্পাদক রাহুল দাশ, পাঁচলাইশ থানা ছাত্রলীগ নেতা মিরাজুল আলম চৌধুরী মিরাজ, আকতাব তাহসিন, মুন্না, সাকিব, বায়েজীদ থানা ছাত্রলীগ নেতা মইন উদ্দিন রাজু, শহীদুর রহমান তুহিন, তারেক, ইব্রাহিম, আরজু প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *