চট্টগ্রাম ব্যুরো :
শনিবার সকাল ১০ ঘটিকায় দামপাড়াস্থ পুলিশ লাইনস্রে মাল্টিপারপাস শেডে সিএমপির পুলিশ কমিশনার মোঃ মাহাবুবর রহমান, পিপিএম মহোদয় ডিবি’র সকল উর্ধ্বতন পুলিশ কর্মকর্তার সাথে মতবিনিময় সভা করেন। উক্ত সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) আমেনা বেগম বিপিএম, উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) হাসান মোঃ শওকত আলী, উপ-পুলিশ কমিশনার (ডিবি-বন্দর) মোহাম্মদ শহীদুল্লাহ, পিপিএম, ডিবির সকল অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার, পুলিশ পরিদর্শক, উপ-পুলিশ পরিদর্শক ও সহকারী উপ-পুলিশ পরিদর্শকবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত মতবিনিময় সভায় পুলিশ কমিশনার অস্ত্র উদ্ধার, চোরাই গাড়ি উদ্ধার, মাদক উদ্ধার সহ গুরুত্বপূর্ণ মামলা সমূহের রহস্য উন্মোচন এর উপর মহানগর গোয়েন্দা বিভাগকে অধিকতর তৎপর হওয়ার জন্য বলেন। তিনি মাদক ও জঙ্গিবাদের বিরুদ্ধে চলমান অভিযান কে আরো গতিশীল করার নির্দেশ প্রদান করেন। পুলিশ কমিশনার মহোদয় নগরীর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিদ্র করতে সকলকে এক সাথে কাজ করার আহবান জানান।