নিউজ ডেস্ক :: আসন্ন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও সাবেক সিটি মেয়র বদরউদ্দিন আহমদ কামরান নির্বাচনী প্রচারণায় নেমে পড়েছেন।
ওলীকূলের শিরোমণি ৩৬০ আউলিয়ার অন্যতম হযরত শাহজালাল (র.) মাজার জিয়ারত করে আনুষ্ঠানিক প্রচারণায় নামেন সদ্য আওয়ামীলীগ থেকে মনোনয়ন প্রাপ্ত মহানগর আওয়ামীলীগ নেতা ও সিসিকের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান।
রবিবার (২৪ জুন) আসরের নামাজ পড়ে মাজার জিয়ারত করেন সিসিকের সাবেক এ নগর পিতা। জিয়ারত শেষে তিনি অতীতের মতো নগরবাসীর সেবায় নিয়োজিত থাকার প্রতিজ্ঞা করেন।
এসময় তাঁর সাথে দলীয় নেতাকর্মী সহ বিপুল সংখ্যক জনতা উপস্থিত ছিলেন।