ক্রীড়া ডেস্ক :: সুনামগঞ্জের জগন্নাথপুরের চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের ভূরাখালিতে ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে।
শুক্রবার বিকেলে টুর্নামেন্টের ফাইনাল খেলায় ১গোলে টাইলা ফুটবল ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় নাদামপুর ফুটবল ক্লাব।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রার্নাস আপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট চিকিৎসক ডা. মুজিবুর রাহমান।
জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগ সভাপতি সাফরোজ ইসলাম মুন্নার পরিচালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য জহিরুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, প্রতিমন্ত্রী এম.এ মান্নান এমপির রাজনৈতিক সচিব আবুল হাসনাত, জগন্নাথপুর উপজেলা সেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক তাজ উদ্দিন লিটন, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম সিপন
জগদল ইউপি যুবলীগের সহ সভাপতি হাজী খালেদ হাসান, সুরমাভিউ টোয়েন্টিফোর ডটকম’র সম্পাদক এমদাদুল হক সোহাগ,স্টাফ রিপোর্টার আল আমিন, যুবলীগ নেতা রুহুল আমিন,উজ্জ্বল আহমদ, শিপা,মির্জা হোসেন,আল আমিন,রিগান আহমদ, হুমায়ুন,প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক তোহা চৌধুরী, প্রচার সম্পাদক সজীব রায় দুর্জয়, দপ্তর সম্পাদক মো.মুন্না মিয়া, জগন্নাথপুর উপজেলা নবীনলীগ আহ্বায়ক সামছুল ইসলাম সহ কয়েক শতাধিক বিভিন্ন শ্রেণী-পেশার ক্রীড়ামোদী জনসাধারণ।