ইকবাল হোসাইন :
সোনাগাজী উপজেলা আ’লীগের উদ্যোগে শনিবার বিকেলে অাওয়ামীলীগ কার্যালয়ে অাওয়ামীলীগের ৬৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপযাপিত হয়েছে। উপজেলা অাওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শেখ আবদুল হালিম মামুনের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক সৈয়দ দীন মোহাম্মদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন- উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সৈয়দ নাছির উদ্দিন, উপজেলা অা’লীগের দপ্তর সম্পাদক সুলতান অাহমেদ, সাবেক দপ্তর সম্পাদক সালাউদ্দিন, শিক্ষা সম্পাদক ডাঃ সারোয়ার হোসেন, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মাস্টার হুমায়ুন কবির সেলিম, কাউন্সিলর অাইয়ুব খান, মহিলালীগ নেত্রী রীনা আক্তার, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক নাছির উদ্দিন রিপন, সাবেক পৌর ছাত্রলীগের সভাপতি শাখাওয়াত হোসেন রানা, চর ছান্দিয়া স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক আহসান উল্যাহ প্রমুখ।
আলোচনা শেষে নেতৃবৃন্দ কেক কেটে প্রতিষ্ঠাতা বার্ষিকী উদযাপন করেন।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিটের অা’লীগ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।