ঝালকাঠিতে বিএমএসএফ’র ঈদ পূনর্মিলনী | বাংলারদর্পন

ঝালকাঠি ২২ জুন ২০১৮: বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ঝালকাঠি জেলা শাখার উদ্যোগে ইদ পূনর্মিলনী ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার শহরের একটি চাইনিজ রেস্তরায় অনুষ্ঠিত ইদ পূনর্মিলনীতে প্রধান অতিথি ছিলেন বিএমএসএফ’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় আইন উপদেষ্টা এ্যাডভোকেট কাওসার হোসাইন। বিএমএসএফ’র ঝালকাঠি জেলা সভাপতি আজমীর হোসেন তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা কমিটির সহ সভাপতি শফিউল আজম টুটুল, সহ সভাপতি প্রভাষক মেজবাহ উদ্দিন খান রতন, কাঠালিয়া উপজেলা সভাপতি ফারুক হোসেন খান, সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল হালিম, রাজাপুর উপজেলা সভাপতি আহসান হাবিব সোহাগ, সিনিয়র সহ-সভাপতি রুহি দাস বিশ্বাস, সাধারণ সম্পাদক মো: সাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো: খায়রুল ইসলাম পলাশ, নলছিটি উপজেলার পক্ষে জেলা কমিটির সদস্য গোলাম মাওলা শান্ত ও ইব্রাহিম খান শাকিল। এছাড়াও বক্তব্য রাখেন জেলা কমিটি’র প্রচার সম্পাদক রুহুল আমিন রুবেল, উপ-প্রচার সম্পাদক ইমাম বিমান, নির্বাহী সদস্য এইচএম দেলোয়ার হোসেনসহ প্রমুখ নেতৃবৃন্দ। ঈদপূর্নমিলনী ও সাংগঠনিক সভায় রাজাপুর ও কাঠালিয়া উপজেলার নব গঠিত কমিটির পরিচিতি সভা ও নলছিটি উপজেলা শাখার অবিলম্বে অফিস নেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন বিএমএসএফ’র জেলা কমিটির সহ সাংগঠনিক সম্পাদক আ: মান্নান তাওহীদ ও গীতা পাঠ করেন রুহি দাস বিশ্বাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *