ফেনীতে নাশকতার চেষ্টাকালে পুলিশের ধাওয়া, আহত-৫, আটক-৫ | বাংলারদর্পন

ফেনী  প্রতিনিধি->>

ফেনীতে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে বিক্ষোভ  মিছিল থেকে নাশকতার চেষ্টা কালে পুলিশ ধাওয়া করেছে। এসময় ছত্রভঙ্গ করতে পুলিশ কয়েক রাউন্ড গুলি ছুড়েছে। পুলিশের ধাওয়ায় আহত  ৫ জনকে আটক করেছে। বৃহস্পতিবার বিকেলে শহরের রামপুর ও শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের এসি মার্কেটের সামনে থেকে তাদের আটক করা হয়।

 

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্র জানায়, দলীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে মিছিলের প্রস্তুতি নিচ্ছিল বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এসময় শহরের রামপুর ও শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের এসি মার্কেটের সামনে পুলিশ নেতা-কর্মীদের ধাওয়া করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় অন্তত পাঁচ জন আহত হয়। আহতদের মধ্যে পুলিশ সুমন, রিংকু ও কামরুলসহ ৫জনকে আটক করেছে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন মিষ্টার এ ঘটনার নিন্দা জানিয়ে আটককৃতদের মুক্তির দাবী জানান।

ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ মো. রাশেদ খান চৌধুরী জানান, ভাংচুর ও নাশকতা চেষ্টাকালে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে ২৫ রাউন্ড গুলি ছুড়ে। ঘটনাস্থল থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের ৫ নেতাকর্মীকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *