নিজস্ব প্রতিবেদক :
দক্ষিণ সুনামগঞ্জ অাওয়ামী লীগের উদে্যাগে ইফতার মাহফিল অনুষ্টিত হয়েছে। শনিবার পাগলায় এ ইফতার অনুষ্টিত হয়। উপজেলা অাওয়ামী লীগের সভাপতি অাব্দুল হেকিমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে অাওয়ামী লীগের সাবেক সহ সম্পাদক অাজিজ উস সামাদ অাজাদ ডন বলেন, রমজান অামাদের ত্যাগ ও সংযমের শিক্ষা দেয়। এই সংযম অামাদের সারাজীবন দেখাতে হবে । অামি বিশ্বাস করি, রাজনীতিতে মাটি ও মানুষের সাথে থাকলে বিজয় অামাদের হবেই।
উপজেলা যুবলীগের সাবেক অাহবায়ক সেলিম রেজার পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জগন্নাথপুর পৌরসভার মেয়র অাব্দুল মনাফ, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা অাওয়ামী লীগের সহসভাপতি হাজী অাব্দুল্লা, জগন্নাথপুর অাওয়ামী লীগের সহ সভাপতি, জেলা পরিষদ সদস্য সৈয়দ সাবির মিয়া, উপজেলা অাওয়ামীলীগের যু্গ্ম সম্পাদক সিরাজ উদ্দিন মাস্টার, পশ্চিমপাগলা ইউনিয়ন অাওয়ামী লীগের সভাপতি জগলুল হায়দার, পূর্ব পাগলা ইউনিয়ন অাওয়ামীলীগের সভাপতি মজিদুর রহমান মধু, শিমুলবাক ইউনিয়ন অাওয়ামী লীগের সভপতি গোলাম হায়দর, সাধারণ সম্পাদক ইমাম উদ্দিন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক অাব্দুল তাহিদ, জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি হাবিবুর রহমান হাবীব, জগন্নাথপুর মীরপুর ইউনিয়ন অাওয়ামীলীগ সভাপতি অাব্দুল কাদির, জগন্নাথপুর পৌরকাউন্সিলর সুহেল অাহমদ, যুবলীগ েনতা অাতিকুর রহমান অাতিক, স্বেচ্ছাসেবক লীগ নেতা রোকন অাহমদ, অাব্দুল মালিক, সুদিপ দাস, নজরুল হোসেন, ছাত্রলীগ নেতা তৈয়বুর রহান সিতু, সোবর অাহমদ প্রমুখ