নিউজ ডেস্ক :
রাজধানীসহ সারাদেশে চলমান মাদকরিরোধী অভিযানে গত কয়েক দিনের মতো রোববার দিবাগত রাতেও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধ’ ও নিজেদের মধ্যে গুলাগুলিতে ছয় জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
জানাগেছে, রোববার দিবাগত মধ্যরাত থেকে সোমবার ভোর পর্যন্ত ‘বন্দুকযুদ্ধে’র ঘটনায় কুমিল্লায় দুইজন, রাজধানীর মিরপুর ও চাঁদপুরে একজন করে এবং মুন্সীগঞ্জ ও ঝিনাইদহে নিজেদের মধ্যে ‘গোলাগুলি’তে অপর দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
কুমিল্লায় মাদক বিরোধী অভিযান চলাকালে পুলিশের সঙ্গে পৃথক ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। রোববার দিবাগত মধ্যরাতে জেলার দেবিদ্বার উপজেলা সদরের অদূরে পশ্চিম ভিংলাবাড়ি এবং সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা এলাকায় এ দুটি ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে।
এদিকে রাজধানীর মিরপুরে মাদক বিক্রির সময় ডিবি পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে অজ্ঞাত পরিচয় (আনুমানিক বয়স ৪০ বছর) এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।
এছাড়া চাঁদপুরের ফরিদগঞ্জ, মুন্সীগঞ্জের মীরকাদিম, ঝিনাইদহে সদর উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ও মাদক ব্যবসায়ীর গোলাগুলিতে তিনজন নিহত হয়েছেন।
এ নিয়ে এ পর্যন্ত গত ১৩ দিনে এ নিয়ে বন্দুকযুদ্ধে মারা গেলেন ৮৫/৯০ জন।