ফেনী প্রতিনিধি : ফেনীতে ইয়াবাসহ ২ মাদক বিক্রেতাকে অাটক করেছে র্যাব। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ২৩ মে সকাল ৭ ঘটিকার সময় র্যাবের একটি আভিযানিক দল ফেনীর মহিপালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি করতে থাকে।
এ সময় চট্টগ্রামগামী একটি ট্রাক এর গতিবিধি সন্দেহজনক হলে র্যাব সদস্যরা মিনি ট্রাকটিকে থামিয়ে মোঃ হাসান (২৭) ও মোঃ মনির হোসেন (৩২) কে আটক করে। এবং একটি ট্রাক (ঢাকা-মেট্রো-ট-১৪-৭৩০০) জব্দ করা হয়। ট্রাক তল্লাশী করে ১১,৬৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ধৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে সদর থানায় হস্তান্তর হয়েছে।