রাউজান- রাঙ্গামাটি সড়কে দুর্ঘটনায় নিহত ১ | বাংলারদর্পন 

চট্টগ্রাম ব্যুরো :

 

চট্টগ্রামের রাউজানে জীপ গাড়ি ধাক্কায় মোস্তাফা কামাল রুবেল (২৭) নামের এক মোটর সাইকেল চালকের মৃত্যু হয়েছে। গত রবিবার দুপুর ২টায় কু-েশ্বরী এলাকায় চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কে এ ঘটনা ঘটে। নিহত রুবেল রাউজান ইউনিয়নের মঙ্গলখালি গ্রামের ফজল আহমেদের পুত্র। এ ঘটনায় আহত হয়েছে আরো একজন। আহত ওই ব্যক্তির নাম মো. জাহেদ (২৫)। সে একই এলাকার মো. আজিমের পুত্র।  রাউজান হাইওয়ে থানা পুলিশ জানিয়েছে রবিবার দুপুরে জীপের (চট্টগ্রাম-ন-১১৩২)’র সাথে অনটেস্ট নতুন টিভিএস মোটর সাইকেলের সংর্ঘষে দুইজন গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রুবেল’র মৃত্যু হয়। নিহত রুবেলের বাড়িতে গিয়ে জানা যায়, রুবেল তার ঘনিষ্ট বন্ধু জাহেদকে নিয়ে বিশেষ কাজে হাটহাজারী যাওয়ার সময় কু-শ্বেরী এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত রুবেল ২ ভাই ২ বোনের মধ্যে সবার বড়। 

 

 

 

আহত মো. জাহেদ বলেন, আমি রাস্তার পাশে পড়ে যায়। আর রুবেল সিএনজি টেক্সীর সাথে ধাক্কায় খেয়ে মাথার মগজ বের হয়ে যায়।

 ঘটনার সত্যতা নিশ্চিত করে রাউজান হাইওয়ে থানার ওসি আব্দুল করিম বলেন, ‘মোটরসাইকেল যোগে হাটহাজারী যাওয়ার পথে  জীপ ও মোটর সাইকেল সংঘর্ষে দুইজন গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে গহিরা জে.কে মেমোরিয়াল হসপিটালে নিয়ে গেলে অশংকাজনক অবস্থা দেখে রুবেল কে চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) হাসপাতালে প্রেরণ করে। চট্টগ্রাম মেডিকেল কলেজে নেয়ার পথে রুবেলের মৃত্যু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *