চট্টগ্রাম ব্যুরো : ১৭ মে রাত ১১ ঘটিকার সময় র্যাব-৭ এর একটি আভিযানিক দল রবিশাল কলোনি নামক স্থানে অভিযান পরিচালনা করলে মাদক ব্যবসায়ীরা র্যাবের উপস্থিতি টের পেয়ে র্যাবকে লক্ষ করে এলোপাথারিভাবে গুলি বর্ষন শুরু করে। আত্মরক্ষা ও সরকারী জানমাল রক্ষার্থে র্যাবও পাল্টা গুলি বর্ষণ করে। গুলি বিনিময়ের এক পর্যায়ে মাদক ব্যবসায়ীরা পিছু হটে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলে ০২ জনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তিদ্বয়কে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত বলে ঘোষণা করেন।
এসময় ঘটনাস্থল তল্লাশী করে ৩০,৪০০ পিস ইয়াবা, ৪০ বোতল ফেন্সিডিল, ০৬ বোতল বিদেশী মদ, ০৫ ক্যান বিদেশী বিয়ার, ৫০০ গ্রাম গাঁজা, ১টি ৭.৬৫ মিঃ মিঃ বিদেশী পিস্তল, ০২টি ওয়ান শুটারগান, ০১টি ম্যাগাজিন, ০৮ রাউন্ড গুলি/কার্তুজ (০২ টি ৭.৬৫ মিঃ মিঃ পিস্তল এবং ০৬ টি ১২ বোর), ০৪ রাউন্ড খালি খোসা ও মাদক বিক্রির নগদ ১৭,৩০০ টাকা উদ্ধার করা হয়।
নিহতরা হলেন, মাদক সম্রাট হাবিবুর রহমান প্রকাশ মোটা হাবিব (৪২), ও মোঃ মোশাররফ (২২)।
নিহত ব্যক্তি, উদ্ধারকৃত অস্ত্র ও মাদক সংক্রান্তে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।