নিজাম হাজারীর মামলায় এমপি, মেয়রসহ ৮জন অর্থ যোগান দিয়েছে -কাজী ফারুক 

নিজস্ব প্রতিবেদকঃ ফেনী -২ অাসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারির বিরুদ্ধে উচ্চ আদালতে সাবেক যুবলীগ নেতা শাখাওয়াত ভুঞা কর্তৃক  দায়েরকৃত জেল জালিয়াতি মামলায় ফেনী-২ এর সাবেক সাংসদ জয়নাল হাজারী, ফেনী-৩ এর এমপি হাজী রহিম উল্যাহ, ফেনীর মেয়র হাজী অালাউদ্দিনসহ ৮জন  অর্থায়ন করেছে বলে অভিযোগ করেছেন অপরাধ বিচিত্রা’র যুগ্ন সম্পাদক ও সাবেক ছাত্রলীগ নেতা সাংবাদিক কাজী ফারুক।

বুধবার বিকেলে ফেসবুকে ৩৭ মিনিটের লাইভ ভাষনের মাধ্যমে তিনি এ অভিযোগ করেন।

তিনি  বলেন, ওই তিন জনপ্রতিনিধির সাথে অারও অর্থ যোগানদাতা ছিলেন, বিএনপি নেতা আবুল কাশেম, অানোয়ার হোসেন, জিয়াউল হক সেলিম, জাতীয় পার্টি নেতা গনি অাহম্মদ এবং তজু রাজাকারের অাত্বীয় মাসুক।

তিনি আরও বলেন, সাবেক এমপি তালেব অালী,  সাবেক মন্ত্রী ও অা’লীগের সেক্রেটারি অাবদুল জলিল, ব্যাবসায়ী অাবদুল অাউয়াল মিন্টু সহ বহু অা’লীগ নেতাকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নির্যাতন করেছে জয়নাল হাজারী। যার কারনে ফেনীতে অা’লীগের সমর্থন কমেছে। বর্তমানে সকল ইউনিটে অা’লীগ ঐক্যবদ্ধ অাছে, তাই দিনদিন সমর্থন বাড়ছে।

তিনি বলেন, এসব তথ্য ফাঁস করায় তাকে উল্লেখিত ব্যাক্তিরা প্রান নাশের হুমকি দিচ্ছে। হুমকির ঘটনায় তিনি বাদি হয়ে মতিঝিল থানায় মামলা করেছেন।

#বাংলারদর্পন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *