সোনাগাজী প্রতিনিধি :
সোনাগাজী উপজেলার বখতারমুন্সি বাজার এলাকা থেকে শনিবার রাতে ডাকাত সন্দেহে ইসমাইল হোসেন (৩৩) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ মো. মোয়াজ্জেম হোসেন জানান, ধৃত ইসমাইলের বিরুদ্বে ফেনী সদর এবং সোনাগাজী থানায় ডাকাতি, দস্যুতা ও মাদক অাইনে ৫টি মামলা রয়েছে।সে সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের বাসিন্দা। রবিবার দুপুরে তাকে ফেনীর বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
#বাংলারদর্পন।