ফেনী প্রতিনিধি :ফেনীর মহিপালে মঙ্গলবার বিকালে পার্কিং করা দুটি বাসে আগুন দেওয়ার ঘটনায় বিএনপি ও সহযোগি সংগঠনের ১৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
আটককৃতরা হলেন,সোনাগাজী পৌর বিএনপির সভাপতি মোবারক হোসেন ভিপি দুলাল ,ফুলাগাজী উপজেলা ছাত্রদলের সভাপতি কামাল হোসেন, ফেনী পৌরসভার সাবেক ওয়ার্ড কমিশনার দেলোয়ার হোসেন বাবুলসহ ১৪ জন নেতাকর্মী।
ধৃতদের বিরুদ্ধে মোহাম্মদ অালী বাজারে সাংবাদিকদের গাড়ীতে হামলা ও মহিপালে বাসে আগুন দেয়ার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানিয়েছে ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ রাশেদ খান চৌধুরী।
প্রসঙ্গত, দ্বিতীয়বারের মতো বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার গাড়ি বহরে পাশে মঙ্গলবার বিকালে মহিপালে পার্কিং করা দুটি যাত্রীবাসে আগুন দেয় এবং মহিপালে কয়েকটি বাসে ভাংচুর চালায় দুর্বৃত্তরা। হামলার ঘটনায় বিএনপি, যুবদল-ছাত্রদল নেতা-কর্মীদের আসামী করে বুধবার ফেনী পুলিশ বাদি হয়ে মামলা দয়ের করে। এতে বিএনপি, যুবদল-ছাত্রদলের ২৯ নেতা-কর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৪০জনকে আসামী করা হয়। অপরদিকে গত শনিবার মোহাম্মদ আলী বাজারে খালেদা জিয়ার বহরের সাংবাদিকদের উপর হামলার মামলায় ২৫ থেকে ৩০ জনকে অজ্ঞাত আসামী করে পৃথক মামলা দেয় পুলিশ।