নিউজ ডেস্ক : শক্ষাঙ্গনে শিক্ষার পরিবেশ বজায় না থাকলে সাধারণ শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। আর তাতে অভিভাবকরা ক্ষতিগ্রস্ত হন, সর্বোপরি দেশ ক্ষতিগ্রস্ত হয়। নিকট অতীতে শিক্ষাপ্রতিষ্ঠানে খুনাখুনি, ভাঙচুর ও অগ্নিসংযোগের মতো অনেক ঘটনাই ঘটেছে। কিছু ঘটনায় ছাত্রলীগের কিছু নেতাকর্মীরও সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এসব ঘটনায় অনেককে গ্রেপ্তার করা হয়েছে, বিচারের মুখোমুখি করা হয়েছে এবং অনেকের দৃষ্টান্তমূলক শাস্তিও হয়েছে। ফলে কিছু নেতাকর্মীর মধ্যে বাড়াবাড়ি করার যে প্রবণতা দেখা যেত, তা অনেকটাই কমে এসেছে।
বায়ান্নর ভাষা আন্দোলন, বাষট্টির শিক্ষা আন্দোলন, উনসত্তরের গণ-অভ্যুত্থান, মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা-পরবর্তীকালে নব্বইয়ের গণ-আন্দোলনসহ বহু আন্দোলন-সংগ্রামে ছাত্রলীগের অনেক গৌরবোজ্জ্বল ভূমিকা রয়েছে। আবার সাম্প্রতিককালে সেই ছাত্রলীগের কিছু নেতাকর্মীর আদর্শবিমুখ, অনৈতিক ও সন্ত্রাসী কর্মকাণ্ড জনমনে অসন্তোষেরও কারণ হয়েছে। গত শুক্রবার ছাত্রলীগের ২৯তম জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাইকে হুঁশিয়ার করে দিয়েছেন, শিক্ষাপ্রতিষ্ঠানে নৈরাজ্য সৃষ্টির কোনো ঘটনা বরদাশত করা হবে না। তিনি ছাত্রলীগের নেতাকর্মীদের আদর্শভিত্তিক রাজনীতি করার এবং দেশের জন্য আত্মত্যাগের মানসিকতা নিয়ে কাজ করারও আহ্বান জানান। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, প্রধানমন্ত্রীর এই বক্তব্য ছাত্রলীগের রাজনীতিকে সঠিক পথে ফিরিয়ে আনার ক্ষেত্রে সময়োপযোগী একটি বার্তা।
বাংলাদেশের গৌরবোজ্জ্বল ইতিহাস, ঐতিহ্য আর সংস্কৃতির সাথে ছাত্রলীগের নাম নিবিড়ভাবে জড়িত। ছাত্রলীগের কিছু বিচ্ছিন্ন কর্মীর অপকর্মের দায়ভার সাধারণভাবে ছাত্রলীগের উপর বর্তায় না। মনে রাখতে হবে, ছাত্রলীগ দেশের বৃহত্তম ছাত্র সংগঠন, তাই এর কর্মী সংখ্যা বিশাল। এছাড়া, বহিরাগত ও অনুপ্রবেশকারী আছে। দেশের মানুষ ছাত্রলীগের শৃঙ্খলা এবং আদর্শের ব্যাপারে অবগত। আর তাই তাদের ছাত্রলীগের উপর প্রত্যাশাও অনেক। স্বয়ং মাননীয় প্রধানমন্ত্রীর সতর্কবার্তার পর তাই ছাত্রলীগ আরো বেশি সজাগ।
বিদ্যার সঙ্গে বিনয়, শিক্ষার সঙ্গে দীক্ষা, কর্মের সঙ্গে নিষ্ঠা, জীবনের সঙ্গে দেশপ্রেম এবং মানবীয় গুণের সংমিশ্রণ ঘটিয়ে বাংলাদেশ ছাত্রলীগ আজ বাংলাদেশের সবচেয়ে পুরোনো ও ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন। শত ষড়যন্ত্র আর চক্রান্ত নস্যাৎ করে ছাত্রলীগ স্বমহিমায় ভাস্বর হবে, নিবেদিত হবে দেশসেবায়, হয়ে উঠবে মানবীয় গুণের আধার- এমনতাই প্রত্যাশা সবার।