নিউজ ডেস্ক :
গত ১০ই মে বাংলাদেশ ছাত্রলীগ পর্তুগাল শাখার শিপলু আহমেদ সভাপতি এবং মোঃ আনসার আলীকে(৩৮)(১সন্তানের জনক) সাধারন সম্পাদক করে নতুন কমিটির অনুমোদন দেয় বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ।
শিপলু পর্তুগাল ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক।
অন্যদিকে সাধারন সম্পাদক মোঃ আনসার আলী সাবেক শিবির কর্মী, অতীতে কখনই সে ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল না বলে অভিযোগ করেছে পর্তুগাল ছাত্রলীগ, যুবলীগ ও অা’লীগের নেতা কর্মীরা। জানা যায়, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক আন্তজাতিক সম্পাদক ইমরান খানের ব্যক্তিগত সম্পর্কের এবং বিনিময়ের কারনেই তাকে সাধারন সম্পাদক করে।
আনসারের অতীত ইতিহাস দেখলে যে কোন আওয়ামী লীগ কর্মীরা আতকে উঠবেন, তার সামাজিক যোগাযোগ মধ্যম্যেই পাওয়া যায় তার কর্মকান্ডের প্রমান।

২৮শে এপ্রিল ২০১৩ শেখ হাসিনাকে সে জুতা পেটা করতে চেয়েছেন।
জিয়া এবং খালেদার ছবি একাধিক বার পোস্ট করেছেন।
যুদ্ধাপরাধী দোলোয়ার হোসাইন সাইদীর ভিডিও পোস্ট করেছেন।
পদ্মাসেতুর বিরোধীতাকারী রক্তচোসা ইউনুস তারকাছে আদর্শ।
পর্তুগালে তার ব্যবসায়ীক পার্টনার এবং সহচর সবাই জামাতের সদস্য।
জামাত ,শিবির, বাশেররকেল্লা, রেডিও মুন্না ,জামাতের ছাত্রী সংস্থার পোস্ট তার এফবি ওয়ালে রয়েছে প্রতি নিয়ত।
পর্তুগাল ছাত্রলীগ নেতা কর্মীরা তার ব্যপারে ব্যাপক উদ্বিগ্ন। তারা দ্রুত সধারণ সম্পাদকের আনসারের বহিস্কার দাবী করে আসছে।
সকল অভিযোগ অস্বীকার করে আনসার আলী জানান, পদবঞ্চিতদের অভিযোগ সত্য নয়। তাকে বিতর্কিত করতে এসব কুৎসা রটানো হচ্ছে।
#বাংলারদর্পন।